কক্সবাংলা ডটকম(১১ আগস্ট) :: ডোকলামে ভারত-চিন সমস্যার মধ্যেই ভারতীয় বায়ু সেনাবাহিনীর শক্তি আরও কিছুটা বাড়ল৷ ভারতের জাগুয়ার যুদ্ধবিমান প্রথমবার অত্যাধুনিক AESA রাডারের সঙ্গে আকাশে উড়ল৷ এর ফলে শত্রুদেশের মধ্যে প্রবেশ করে সে সব ঘাঁটি ধ্বংস করার ক্ষমতা বাড়বে৷
বেঙ্গালুরুতে শুক্রবার হিন্দুস্তান এরোনক্টিক্স লিমিটেড (HAL)-এর বিমানবন্দরে এই যুদ্ধবিমানটি ওড়ে৷
সূত্র অনুযায়ী, ইজরায়েল থেকে নেওয়া AESA রাডারে অনেকগুলি টার্গেট একসঙ্গে নেওয়ার ক্ষমতা রয়েছে৷ উল্লেখ্য, এটি তার উপস্থিতি টের পেতে দেয় না৷ এখনও পর্যন্ত দেশে কোনও যুদ্ধবিমানে এই ব়্যাডার নেই৷ রাফায়েল এবং বোয়িং-এর নয়া যুদ্ধবিমানে এর ব্যবহার করা হচ্ছে৷
ভারতের বায়ুসেনা বাহিনীতে এই নয়া সংযোজনে সামরিক শক্তি যে অনেকটা বেড়ে গেল তা বলাই বাহুল্য৷ (HAL)-এর পক্ষ থেকে একটি বক্তব্য পেশ করে বলা হয়, রাডারের জন্য বিমান সলিড স্টেট ডিজিটাল ভিডিও রেকর্ডিং সিস্টেম (SSDVRS), সলিড স্টেট ফ্লাইট ডেটা রেকর্ডার (SSFDR), স্মার্ট মাল্টি-ফাংশন ডিসপ্লে (SMD), অটোপাইলটের মত প্রযুক্তিগুলি আরও শক্তিশালী হয়ে উঠবে৷
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta