কক্সবাংলা ডটকম(২০ জানুয়ারি) :: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টারে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ৷ সি গ্রুপের লড়াইয়ে কানাডা ও নাম্বিয়াকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে দু’নম্বরে শেষ করেছে বাংলাদেশ৷
শনিবার কানাডাকে ২৮২ রানে হারিয়ে সি গ্রুপে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড৷
অন্যদিকে বি গ্রুপের লড়াইয়ে তিনটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে শেষ করেছে ভারত৷ জিতেছে অস্ট্রেলিয়া, পিএনজি ও জিম্বাবোয়ের বিরুদ্ধে৷ ২৫ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত৷
ব্রিটিশদের বিরুদ্ধে কানাডা জিতলে সেক্ষেত্রে বাংলাদেশ, কানাডা ও ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াত চার৷ নেট রান রেটের বিচারে পরের পর্বে চলে যেত শীর্ষ দুই দল৷ শনিবার ইংল্যান্ড কানাডার বিরুদ্ধে বড়ো ব্যবধানে জয় পাওয়ায় অবশ্য সরাসরি দু’নম্বরে থেকে কোয়ার্টারে উঠে গেল বাংলাদেশ৷
অন্যদিকে কোয়ার্টারে ইংল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ পাকিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান৷
শনিবার কুইন্সটাউনে লিয়াম ব্যাঙ্কস ও উইল জ্যাকসের জোড়া সেঞ্চুরির সুবাদে কানাডার বিরুদ্ধে সাত উইকেট হারিয়ে ৩৮৩ রান তোলে ইংল্যান্ড৷ লিয়াম ব্যাঙ্ক ১১৪ বলে ১২০ রানের দুরন্ত ইনিংস খেলেন৷ ৮২ বলে ১০২ রানে তাঁকে যোগ্য সংগত দেন উইল জ্যাক৷ জবাবে ৩১.১ ওভারে ১০১ রানে আউট হয়ে যায় কানাডা৷
Posted ১:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta