কক্সবাংলা ডটকম(১৯ জুন) :: অর্থের অভাবে লেখিকা রমা চৌধুরী হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন। গত ১০ দিন ধরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন একাত্তরে দুই সন্তান হারানো ৭৭ বছর বয়সী এই লেখিকা। সোমবার বিকালে তার পরিজনরা তাকে বাসায় নিয়ে আসেন।
তার দেখভালের দায়িত্বে থাকা প্রকাশক আলাউদ্দিন খোকন জানান, গত ১০ জুন তার প্রচণ্ড বুক ও পেটে ব্যথা শুরু হয়, সাথে বমিও হয়। এসময় তাকে নগরীর মেডিক্যাল সেন্টার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। কৃত্রিমভাবে খাবার দেওয়া হচ্ছিলো।
ডাক্তারদের বরাত দিয়ে খোকন জানান, তার দীর্ঘমেয়াদি চিকিত্সা দরকার; কিন্তু অর্থাভাবে হাসপাতাল থেকে নিয়ে আসতে হয়েছে। গত দশ দিনে দেড় লাখ টাকা বিল হয়েছে।
ষাটের দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স পাস করা রমা চৌধুরী মুক্তিযুদ্ধে তার দুই সন্তান ও ঘরবাড়ি হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন। এরপর গত তিন দশক ধরে তিনি খালি পায়ে চট্টগ্রামের রাস্তায় রাস্তায় বই বিক্রি করছিলেন। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লেখিকাকে একবার গণভবনে ডেকে নিয়েছিলেন।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta