কক্সবাংলা ডটকম(৫ জুন) :: তামিম ইকবালের একাকী লড়াইয়ের দিনে সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তামিমও টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়েছেন।
শুধু তাই নয়, ৭ম উইকেট হিসেবে ৯৫ রান করে যখন তামিম আউট হয়েছিলেন, তখন দলের রান ১৮১। এর পরের তিন উইকেট মিলে আর ১ রান যোগ করতে পেরেছে টাইগাররা! অস্ট্রেলিয়ার পক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন মিশেল স্ট্রাক।