কক্সবাংলা ডটকম(৩১ ডিসেম্বর) :: পড়ন্ত বিকেলের সূর্যটা তার সমস্ত আভা ছড়িয়ে ডুবে গেল অনন্তের বুকে। ২০১৭ সালের শেষ সূর্য।
সূর্য প্রতিদিনই উদয় হয় আবার অস্তও যায়। সেদিক দিয়ে আজকের সূর্যাস্তের সাথে অন্যান্য দিনের সূর্যাস্তের কোন পার্থক্য নেই। কিন্ত অন্য দিন সূর্যাস্তের সাথে সাথে একটি দিন হারিয়ে গেলেও আজ পুরো একটি বছরই কালের অতল গহ্বরে হারিয়ে গেল।
অনেক চাওয়া পাওয়ার হিসেব নিয়েই ২০১৭ শুরু হয়েছিলো। সে হিসেবের খাতা হয়ত অনেকের মিলেছে বা অনেকেরই হয়ত মেলেনি। সবার চাওয়ার মিমাংসা হয়েছে তাও নিশ্চয়ই নয়। আবার অনেকেই হয়ত এক সময় নিজেকেই সরিয়ে নিয়েছেন চাওয়া পাওয়ার এ খেলা থেকে।
কিন্তু প্রকৃতি তার চিরন্তন বিধি মেনে চালিয়ে গেছে উত্থান আর পতনের খেলা। প্রকৃতির নিয়মে ২৪ ঘন্টায় একবার করে খেলেছে এ খেলা।
বছরের শেষ সূর্যটি আজ সকালে পূর্ব দিকে ওঠে হালকা কুয়াশার দিন পেরিয়ে সন্ধাতেও ছিল রক্তিম। গোধূলী লগ্নেও ছড়িয়েছে আভা। কঠোর সূর্যটাও পৌষের দিন শেষের সে ক্ষণে যেন নিয়েছিলো নমনীয় এক রূপ। কমতি ছিল না কোমলতারও। তাইতো তাতে মুগ্ধ হয়েছে শিশু থেকে বৃদ্ধরাও।
সন্ধ্যার সে লাল হয়ে ডুবে গেছে। এ বছরের শেষ সূর্য। কাল উঠবে নতুন বছরের নতুন সূর্য। অনেক আশা, প্রত্যাশা আর স্বপ্ন নিয়ে।
Posted ১০:২৮ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta