কক্সবাংলা ডটকম :: শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দিন-রাতের পিঙ্ক বল টেস্ট ম্যাচ। তার এক দিন আগেই বড় চমক দিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া।
পারথ টেস্টে লজ্জার হারের ধাক্কা থেকে ঘুড়ে দাঁড়াতে কতটা মরিয়া ব্যাগি গ্রিনরা। তবে কতটা আক্রমণাত্মক হতে চলেছে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে একদিন আগে একাদশ ঘোষণা তাক অন্যম প্রমাণ। মাইন্ড গেমে এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অ্যাডিলেডে অস্ট্রেলিয়া দলে একাধিক বদল হতে পারে। তবে তা হয়নি। চোটের কারমে জশ হ্যাজেলউড যে খেলবেন না তা আগে তেকেই ঠিক ছিল। চোটের কারণে মিচাল মার্শের খেলা নিয়ে সংশয় ছিল। তবে মার্শ খেলছেন পিঙ্ক বল টেস্টে।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অ্যাডিলেডে অস্ট্রেলিয়া দলে একাধিক বদল হতে পারে। তবে তা হয়নি। চোটের কারমে জশ হ্যাজেলউড যে খেলবেন না তা আগে তেকেই ঠিক ছিল। চোটের কারণে মিচাল মার্শের খেলা নিয়ে সংশয় ছিল। তবে মার্শ খেলছেন পিঙ্ক বল টেস্টে।
দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। জশ হ্যাজেলউডের জায়গায় দলে এসেছেন স্কট বোল্যান্ড। অ্যাডিলেডের উইকেট বোল্যান্ড সাফল্য পাবে বলেও মনে করেন প্যাট কামিন্স। জয় ছাড়া কিছুই ভাবছেন না বলেও জানিয়েছেন অজি অধিনায়ক।
এক ঝলকে দেখে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিওঁ, স্কট বোল্যান্ড।
এদিকে অ্যাডিলেড টেস্টে রোহিত শর্মা মিডল অর্ডারেই ব্যাট করবেন। কত নম্বরে নিজে নামবেন তা খোলসা না করলেও লোকেশ রাহুলই যে ওপেন করবেন, তা স্পষ্ট করলেন ভারত অধিনায়ক।
ভারত অস্ট্রেলিয়ায় চার বছর পর এবং সামগ্রিকভাবে দুই বছর পর দিন-রাতের টেস্ট খেলবে। অ্যাডিলেডে তিন দিন গোলাপি বলে অনুশীলন প্রস্তুতির পক্ষে যথেষ্ট বলে মন্তব্য করেন হিটম্যান।
রোহিত শর্মা ফিরলে লোকেশ রাহুল কোথায় ব্যাট করবেন তা নিয়ে চর্চা ছিল। সেই ধোঁয়াশা এদিন কাটিয়ে দিলেন রোহিত। ভারতীয় দলের অনুশীলনেও অবশ্য আভাস মিলেছিল রাহুলের ওপেন করার। আজ রোহিত নিজেই জানিয়ে দিলেন, রাহুলই ওপেন করবেন।
রোহিত এদিন বলেন, রাহুল ইনিংস ওপেন করবেন। আমি মিডল অর্ডারে নামব। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংস বা প্রস্তুতি ম্যাচ, যশস্বী ও রাহুলের ওপেনিং জুটি যে ধারাবাহিকতা দেখিয়েছে তা বজায় রাখার উপরই জোর দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
রোহিত তাই বললেন, সবার আগে গুরুত্বপূর্ণ ফলাফল নিশ্চিত করা। ফলে ব্যাটিং অর্ডারে আমার নীচে নামতে কোনও অসুবিধা নেই। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে রোহিত চারে নেমে রান পাননি। তবে একে খুব একটা পাত্তা দিচ্ছেন না ভারত অধিনায়ক।
রোহিতের কথায়, ওটা প্র্যাকটিস ম্যাচ ছিল। ফলে তা নিয়ে বেশি কিছু ভাবছি না। টেস্টের আগে গোলাপি বলে খেলার সঙ্গে মানিয়ে নিচ্ছিলাম। তারপর তিন দিন ভালো অনুশীলন হচেছে। আমরা গোলাপি বলে টেস্টের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
ভারত অধিনায়কের কথায় ইঙ্গিত মিলেছে অ্যাডিলেড টেস্টের দলে ওয়াশিংটন সুন্দরকেই রাখার। রোহিত জানান, রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজার মতো ম্যাচ উইনারদের বাদ দেওয়াটা কঠিন। কিন্তু কন্ডিশন বা পরিস্থিতির কারণেই সেটা করতে হচ্ছে। তবে যে কোনও সময়ই তাঁদের একাদশে ঢোকার দরজা খোলা রয়েছে বলেও মন্তব্য রোহিতের।
রোহিত আরও বলেন, ওয়াশিংটন সুন্দর দলের একজন মূল্যবান সদস্য। চোটের কারণে তাঁর কেরিয়ারে ওঠা-নামা রয়েছে। তবে ভবিষ্যতে চোট না লাগলে তিনি ভারতের অন্যতম বড় ম্যাচ উইনার হওয়ার ক্ষমতা রাখেন।
তরুণ ক্রিকেটারদের আগ্রাসী অ্যাপ্রোচের প্রশংসা করে রোহিত বলেন, বর্তমান প্রজন্মের প্লেয়াররা যে কোনও মূল্যে জয় নিশ্চিত করতে চান। সেটাই তাঁদের নির্ভীকভাবে খেলে গেমচেঞ্জার হয়ে ওঠার পক্ষে সহায়ক হয়। অস্ট্রেলিয়া দলে একটিই পরিবর্তন হয়েছে, স্কট বোল্যান্ড এলেন জশ হ্যাজলউডের জায়গায়।
ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, নীতীশকুমার রেড্ডি, আকাশ দীপ/হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, মুহম্মদ সিরাজ।
Posted ১:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta