কক্সবাংলা রিপোর্ট(১৯ জানুয়ারী) :: “সুই-সূতায় বুনি ভবিষ্যৎ” এই শ্লোগানকে বুকে ধারণ করে পথ চলার এক বছর পূরণ করলো দ্যা অ্যাপারেল নিউজ। গত একবছরে অগণিত পাঠকের ভালবাসায় সিক্ত হয়েছে গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরের ওপর প্রকাশিত দ্বিভাষিক পত্রিকাটি।
শুক্রবার ১৯ জানুয়ারী সকালে কক্সবাজার প্রেসক্লাব চত্তরে আয়োযিত বর্ষপূর্তি অনুষ্ঠান মালায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে বক্তারা বলেন, পোশাক ও বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।আর ২০১৭ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করা পত্রিকাটি ‘অল্প সময়েই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সেই তাগিদ থেকেই বাংলাদেশে এই প্রথমশুধু মাত্র টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের দেশ-বিদেশের সকল খবর প্রচারের লক্ষ্যে যাত্রা শুরু করে দ্যা অ্যাপারেল নিউজ। আমরা মনে করি এই ইতিবাচক সংবাদগুলো তুলে ধরার মাধ্যমে এই শিল্পের উন্নয়নে দ্যা অ্যাপারেল নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আরও বলেন,পোশাক শিল্পসহ সকল প্রকার শিল্পের উপর ইতিবাচক সংবাদ, সফলতার ঘটনা, সমস্যা ও সমস্যা বিষয়ক সকল ইতিবাচক সংবাদ সবার আগে প্রকাশ করে থাকে দ্যা অ্যাপারেল নিউজ। খুব অল্পসময়েই এই পত্রিকাটি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে নিজেদের অবস্থান জানান দিয়েছে। পাশাপাশি দেশের বাইরেও অ্যাপারেল নিউজ জনপ্রিয়তাঅর্জন করেছে।
আশা করি দেশের পোশাক ও বস্ত্রশিল্প উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার মাধ্যমে পত্রিকাটি তার সুনাম অক্ষুন্ন রাখবে। সেই সাথে কক্সবাজারের পর্যটনের উন্নয়নে অ্যাপারেল নিউজ তার লেখনির মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখবে।
জনপ্রিয় এই দ্বিভাষিক পত্রিকার জন্মদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, কক্সবাজার ট্যাুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো: রায়হান কাজেমী,কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবর রহমান চৌধুরী,কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী অনুপ বড়ুয়া অপু,প্রবীন সাংবাদিক আমিনুল হক চৌধুরী,চ্যানেল আই ও দৈনিক আমাদের সময় এর স্টাফ রিপোর্টার সরোয়ার আজম মানিক,দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো: জুনাইদ, পৌর আওয়ামী লীগ নেত্রী শাহেনা আক্তার পাখী,কক্সবাজার প্রতিদিন এর সম্পাদক বিপ্লব কান্তি দে সুরেশ,এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এম আর মাহবুব,কক্সবাজার খবর প্রধান সম্পাদক ও ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার ছৈয়দ আলম, দৈনিক কক্সবাজারের সাংবাদিক মুহিবুল্লাহ মুহিব, দৈনিক আজকের কক্সবাজারের সাংবাদিক সাইফুল ইসলাম,প্রমুখ।
অনুষ্ঠান শেষে দ্যা অ্যাপারেল নিউজ এর কক্সবাজার প্রতিনিধি চঞ্চল দাশগুপ্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
Posted ৬:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta