কক্সবাংলা ডটকম(৮ জানুয়ারি) :: ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতে নিলো অস্ট্রেলিয়া। আগের দিনই ইংল্যান্ডকে কাবু করে ফেলা অস্ট্রেলিয়া শেষ দিনে জয় পেয়েছে এক ইনিংস ও ১২৩ রানে। স্থানীয় সময় ২টার পরেই সিডনিতে জয় উৎসব করেছে স্বাগতিকরা।
এই টেস্ট বাঁচাতে সব কিছু নির্ভর করছিল ইংলিশ অধিনায়ক জো রুটের ওপর। অসি অধিনায়ক স্মিথের মতোই তার প্রতিরোধের অপেক্ষায় ছিল অনেকে। শেষ পর্যন্ত পানিশূন্যতার কারণে শুরুতে মাঠে নামতে পারেননি। মঈন আলীর বিদায়ের পর মাঠে নেমেছেন অসুস্থতা নিয়ে। পরে আর থাকতে পারেননি সেই অসুস্থতার কারণে।
হাফসেঞ্চুরিতে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সাজঘরে। যাওয়ার আগে চতুর্থ দিনের ৪২ রানকে রূপ দিয়েছেন ৫৮ রানে। এরপর ইংল্যান্ডের হয়ে কেউই ঠিকমতো মাথা তুলে দাঁড়াতে পারেননি। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ১৮০ রানে।
এই টেস্ট দিয়ে বিরল এক ঘটনা ঘটেছে অ্যাশেজে। ১৯৯৪-৯৫ সালের পর এবারই প্রথম সিরিজের সবগুলো টেস্ট গড়িয়েছে পাঁচ দিনে! আরেক দিক দিয়েও এই সিরিজ রয়েছে আলোচনায়। এই সময়ে এখন পর্যন্ত লো স্কোরিংয়ের সিরিজ এবারের অ্যাশেজ। যার রান রেট ছিল ২.৯৫।
দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। তিনটি নেন নাথান লায়ন। ম্যাচসেরা হন ৮ উইকেট নেওয়া প্যাট কামিন্স আর সিরিজ সেরা হন সিরিজে ৬৮৭ রান করা অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।
Posted ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta