কক্সবাংলা ডটকম(১১ জুলাই) :: মসুলে পরাজয়ের মধ্যে দিয়ে ইরাকে পুরোপুরি নির্মূলের পথে আইএস। সিরিয়াতেও কোণঠাসা হয়ে পড়েছে জঙ্গি সংগঠনটি। এমন অবস্থায় আইএসে যোগ দেয়া বাংলাদেশিদের দেশে ফেরা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। অন্যদিকে সীমান্ত অঞ্চল ও বিমানবন্দরে নজরদারি জোরদারের কথা জানিয়েছে পুলিশ।
২০১৪ সালের জুনে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলের পর কথিত খিলাফতের ঘোষণা দেয় জঙ্গিগোষ্ঠী আইএস। এরপর ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে বেপরোয়া হত্যা-নির্যাতন চালায় তারা।
তিন বছর পর গত রোববার মসুল বিজয়ের ঘোষণা দিয়েছে ইরাকি বাহিনী। সিরিয়াতেও একের পর এক এলাকার দখল হারাচ্ছে আইএস। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠীর চূড়ান্ত পতন সময়ের ব্যাপার মাত্র বলছেন বিশ্লেষকেরা।
পরিবর্তিত পরিস্থিতিতে আইএসে যোগ দেয়া বাংলাদেশিদের দেশে ফেরা কঠিন মনে করলেও সে আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশ্লেষকরা।
জঙ্গিদের দেশে ফেরা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কয়েক ধাপে সতর্ক হবার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের।
অন্যদিকে পুলিশ বলছে, এরইমধ্যে সীমান্ত অঞ্চল ও বিমানবন্দরে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। মধ্যপ্রাচ্য থেকে জঙ্গিদের বাংলাদেশে ঢোকা সম্ভব নয় বলে দাবি করছে তারা।
আইনশৃংখলা বাহিনীর দাবি, গতবছর হলিআর্টিজানে জঙ্গি হামলার পর কয়েকগুণ বাড়ানো হয়েছে সতর্কতা। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পদক্ষেপও নেয়া হয়েছে।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta