কক্সবাংলা ডটকম(১৭ জুলাই) :: সম্প্রতি অনুষ্ঠিত হলো ১৮তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড (আইফা)। এবারের আসরটি কিছুটা হলেও বিশেষ ছিল অভিনেত্রী আলিয়া ভাট এবং চকোলেট বয় শহীদ কাপুরের জন্য। আর কেনইবা হবে না— দুটো সেরা পুরস্কার যে উঠে এসেছে এ দুজনের হাতে।
গেল শনিবার ভারতের মেটলাইফ স্টেডিয়ামে আলো ঝলমলে আইফা অ্যাওয়ার্ড মঞ্চে উচ্চারিত হয়েছিল এ দুই তারকার নাম। সেরা অভিনেতা পুরস্কারের তকমা জুটেছে শহীদ কাপুরের ললাটে।
অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন আলিয়া ভাট। মজার বিষয় হচ্ছে, এ দুই তারকা তাদের দুজনের একসঙ্গে অভিনয় করা ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার জন্য পুরস্কৃত হন।
অভিনয়শিল্পীদের কাছে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার আরাধ্য তো বটেই। এর বাইরে নন শহীদ কাপুর ও আলিয়া ভাটও। শহীদ কাপুরের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে বরুণ ধাওয়ানের কাছ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে নেন আলিয়া।
উল্লেখ্য, আইফা অ্যাওয়ার্ডের এবারের আসরে সেরা চলচ্চিত্র পুরস্কার আসে নীরজা সিনেমার ঝুলিতে। এবং সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কৃত হন অনিরুদ্ধ রায় চৌধুরী তার পরিচালিত পিংক সিনেমার জন্য।
Posted ২:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta