কক্সবাংলা ডটকম(১০ আগস্ট) :: হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতায় ভাঙনের মুখে বিএনপি জোট। ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে চলছে আলাদা ইসলামি জোট গঠনের চেষ্টা। এ বিষয়ে অগ্রগতির দাবিও করছেন ঐক্যজোট নেতারা। আর নতুন ইসলামী জোট গঠনের উদ্যোগকে সরকারের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি।
ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর তেমন গুরুত্ব না থাকলেও ভোটের মাঠে রয়েছে কিছুটা প্রভাব। এজন্য গত কয়েকটি জাতীয় নির্বাচনের আগে ইসলামী দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করেছে বড় দলগুলো। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আবারো শুরু হয়েছে মেরুকরণের চেষ্টা।
আওয়ামী লীগ বরাবরই ধর্মনিরপেক্ষতার বিষয়টি সামনে রাখায় ইসলামি দলগুলোর সমর্থন নিয়ে নিশ্চিত ছিল বিএনপি। তবে সম্প্রতি হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে সমীকরণ। হেফাজতকেন্দ্রিক ইসলামী দলগুলোর নতুন জোট গঠনের চেষ্টায় উদ্বিগ্ন বিএএনপি।
প্রায় দুই যুগ বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি করা ইসলামী ঐক্যজোটের মূল অংশটি গত বছর জানুয়ারিতে জোট ছেড়ে বেরিয়ে যায়। এখন তারা ২০ দলের ভেতরের-বাইরের বিভিন্ন ইসলামি দল নিয়ে বড় জোট গঠনের চেষ্টা করছে।
এরই মধ্যে বিএনপি জোটের ইসলামী দলগুলোর সাথে একাধিক বৈঠক করেছেন ইসলামী ঐক্যজোট এবং হেফাজত নেতারা। আলোচনার কথা স্বীকার করে এসব দলের নেতারা বলছেন, বিএনপির আচরণ দেখে নির্বাচনের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।
অন্যদিকে, বিএনপির অভিযোগ নতুন ইসলামি জোট গঠনের নামে ২০ দলীয় জোট ভাঙ্গার ষড়যন্ত্র করছে সরকার।
কোনো দল ২০ দলীয় জোটের ছেড়ে যেতে চাইলে বিএনপি ধরে রাখার চেষ্টা করবে না বলেও জানান বিএনপি নেতারা।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta