বিশেষ প্রতিবেদক :: ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা বিএনপি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারঘাটায় এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন ভারত যদি আমাদের সীমান্ত রেখা অতিক্রম করে, তাহলে আমরা তাদের শক্ত হাতে দমন করব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা যুদ্ধ চালিয়ে যাবো।
পাশাপাশি বাংলাদেশ ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা হয়েছে সেটার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আমরা শান্ত থেকে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, কৃষক দলের আহবায়ক গিয়াস উদ্দিন আবসেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোঃ ইউনুছ, সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক রাসেল, এবং কক্সবাজার জেলা ছাত্রদলের নেতা ফাহিমুর রহমান প্রমুখ।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta