কক্সবাংলা ডটকম(১৩ আগস্ট) :: হজযাত্রায় অব্যস্থাপনা ও ফ্লাইট বিপর্যয়ের কারণে আটকে পড়া হজযাত্রীদের সৌদি আরব পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এছাড়াও হজযাত্রায় অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন গঠনে নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
ধর্ম সচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিব, পররাষ্ট্র সচিব ও হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিবসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হজ ফ্লাইট পরিচালনায় অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।
উল্লেখ, আসন্ন পবিত্র হজব্রত পালনের জন্য ইতোমধ্যে ৫৮ হাজার ৩৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে হজযাত্রার সময় প্রায় ফুরিয়ে এলেও বাংলাদেশের ৬৮ হাজার হজযাত্রী সৌদি যাওয়ার অপেক্ষায় আছেন বলে জানিয়ে মক্কার বাংলাদেশ হজ অফিস।
মক্কার হজ অফিসের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ১৮২টি ফ্লাইটে মোট ৫৮ হাজার ৩৬১ জন হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন। অর্থাৎ এখনো ৬৮ হাজার ৮৩৭ জন সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
তবে বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার বলা হয়েছে, আজ সকাল আটটা পর্যন্ত বিমান ও সৌদি এয়ারলাইনসে মোট ৫৯ হাজার ১২২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। বাকি আছেন ৬৮ হাজার ৭৬ জন।
উল্লেখ, এবার জিলহজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে হজের সম্ভব্য তারিখ ধরা হয়েছে ৩০ আগস্ট। সেই হিসেবে সৌদি সরকার ১৭ অগাস্ট পর্যন্ত হজযাত্রীদের ভিসা দেবে।
সৌদি আরবের কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। গত ২৪ জুলাই থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন চলবে আরও ১৫ দিন।
কিন্তু ভিসা জটিলতা, সৌদি আরবে মোয়াল্লেম ফি বৃদ্ধি, টানা দ্বিতীয়বারের হজযাত্রীদের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধি এবং বাসা ভাড়ায় বিলম্বের কারণে এবারের হজযাত্রায় জটিলতা প্রকট আকার ধারণ করেছে।
গত ২৪ জুলাই ফ্লাইট শুরুর পর পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের মোট ২৭টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে প্রায় ১১ হাজার যাত্রী সৌদি আরবে যেতে পারতেন।
শনিবার পর্যন্ত যারা সৌদি আরবে পৌঁছেছেন, তাদের মধ্যে তিন হাজার ৩৩৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৫ হাজার ৪৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করছেন।
বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা পর্যন্ত মোট এক লাখ তিন হাজার ৭৫০ জন বাংলাদেশি হযাত্রীকে ভিসা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ২০ হাজার ৮৪১টি আবেদন এখনও প্রক্রিয়াধীন।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta