কক্সবাংলা ডটকম(৬ আগস্ট) :: শত্রুকে পালটা চাপে রাখতে আরও আধুনিক যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারতীয় নৌবাহিনী। বর্তমানে মিগ-২৯-কে এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে ভারতীয় নৌবাহিনীর হাতে।
কিন্তু এর রক্ষণাবেক্ষনের উপর কার্যত অখুশি ভারতীয় নৌবাহিনীর আধিকারিকরা। আর তাই একগুচ্ছ নয়া অত্যাধুনিক এয়ারক্রাফট কেনার ভাবনা চিন্তা ইন্ডিয়ান নেভির। মোট ৫৭টি অত্যাধুনিক এয়ারক্রাফট কেনার ভাবনা।
সেই মতো ইতিমধ্যে বেশ কয়েকটি বিদেশি সংস্থার ভেন্ডার ডাকা হয়েছে। সেই মতো রাফায়েল-এম এবং সি-গ্রিপেনের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান নির্মান সংস্থা এই ডিলএ অংশ নিচ্ছে। আর তা করতে ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রমাদিত্য থেকে এই দুই সংস্থার একাধিক যুদ্ধবিমান উড়েছে।
ভারতীয় নৌবাহিনীর আধিকারিকরা সেই সমস্ত বিমানকে হাতে কলমে পরীক্ষা করে নেন। যদিও কোন বিমানটি নৌবাহিনীর হাতে আসছে তা এখন নির্ধারিত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Posted ৬:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta