কক্সবাংলা ডটকম(১০ জুন) :: MK-III রকেটের মাধ্যমে GSAT-19 স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়ে ইতিহাস সৃষ্টির পর এবার ক্যাট্রোস্যাট শ্রেণীর গোপন প্রতিরক্ষা নজরদারী স্যাটেলাইট তৈরি করার পথে এগোচ্ছে ইসরো। অত্যাধুনিক নজরদারীর ক্ষমতার জন্য স্যাটেলাইটিকে’EYE OF THE SKY’নামেও ডাকা হচ্ছে।
৫৫০ কেজি ওজোনের স্যাটেলাইটটিকেPSLVC-38 রকেটের মাধ্যমে জুলাই মাসের শেষের দিকে মহাকাশে পাঠানো হবে। এটি একটি অ্যাডভান্স রিমোট সেন্সিং স্যাটেলাইট। যেকোনো ধরনের বস্তু বা ঘটনার ছবি মহাকাশ থেকে নিখুঁতভাবে তোলার ক্ষমতা রয়েছে এটির।
এর হাই রেসোলিঊশন প্যান ক্যামেরা ৯.৬ কিমি এলাকা পর্যবেক্ষণ করা যেতে পারে এবং এর রেসোলিউশন ১ মিটারেরও বেশি। ১৮২৬ টি কক্ষপথে ১২৬ দিনে স্যাটেলাইটটি পৃথিবী প্রদক্ষিন করতে পারে।CATROSAT-2C ভারতীয় সেনার নজরদারী বা সারভেইলেন্স এবং রিকন্সাস সংক্রান্ত ক্ষমতা,এবং ০.৬৫ মিটারের অতি উন্নত মানের ছবি সরবরাহ করতে সক্ষম হবে।
উল্লেখ্য পাকিস্তানে ২০১৬ সালের নভেম্বর মাসে সারজিক্যাল স্ট্রাইক চালানোর সময়ে CATROSAT-2C শ্রেণীর স্যাটেলাইট এর মাধ্যমে নজরদারী চালিয়েছিল ভারত।এবার তা আরো উন্নতমানের হওয়ায় বিশেষ সুবিধা হবে সেনাবাহিনীর।
CATROSAT শ্রেণীর স্যাটেলাইট থেকে তোলা ছবি ক্যাট্রোগ্রাফিক অ্যাপ্লিকেশন,শহর এবং গ্রামসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে,উপকুলীয় অঞ্চলে,রাস্তা,জল,ভৌগোলিক পরিবর্তনের ক্ষেত্রে,ভুমি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে এবং জিআইএস অ্যাপলিকেশনের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।পাশাপাশি শত্রুর গতিবিধিকে ধরতেও অত্যন্ত কার্যক্ষম এটি।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta