কক্সবাংলা ডটকম(৬ আগস্ট) :: বিপিএল, আইপিএল, সিপিএল ও ন্যাটওয়েস্ট ব্লাস্টের পর এবার বিগ ব্যাশ, আলোর পরিধিটা আরও বেশি করে ছড়িয়ে যাচ্ছে রশিদ খানের। আফগানিস্তানের এই লেগস্পিনারকে নিয়ে ফ্র্যাঞ্জাইজি লিগগুলোর কাড়াকাড়ি ছিলই, এবার তাকে নিয়ে আরেকদফা ‘রশি টানাটানি’তে মেতেছে বিগ ব্যাশের ক্লাবগুলো।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশের একাধিক দল রশিদকে পেতে উন্মুখ। আফগান তারকার জনপ্রিয়তার পারদকে ঘিরে অজি মাটিতে তাই বাড়তে যাচ্ছে উত্তাপ।
অস্ট্রেলিয়ার নিউজ কর্প এক প্রতিবেদনে জানাচ্ছে, অ্যাডিলেড স্ট্রাইকসের হয়ে বিগ ব্যাশে অভিষিক্ত হতে পারে স্পিনার রশিদ খানের। কথা নাকি তাদের সঙ্গেই বেশি এগিয়েছে।
রশিদ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন, যে দলের অধিনায়ক ওয়ার্নার। আর ভারতের এই প্রতিযোগিতায় খেলা প্রথম আফগান ছিলেন রশিদ। ওয়ার্নারই আবার অ্যাডিলেডের অধিনায়ক। আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নেন রশিদ। তার ওভার প্রতি রান দেয়ার গড় ৬.৬২! এরপর থেকেই বিশ্বের অন্যান্য লিগের চোখ তার দিকে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী, বিগ ব্যাশের আরও কয়েকটি দল রশিদকে পেতে মরিয়া। অ্যাডিলেড ছাড়াও তালিকায় আছে সিডনি সিক্সার্স। দলটির অধিনায়ক ময়েজেস হেনরিকস সতীর্থ হিসেবে রশিদকে পেতে আগ্রহী। হায়দরাবাদে একই সঙ্গে খেলেছেন রশিদ ও হেনরিকস। রশিদকে পেতে চাচ্ছে মেলবোর্ন স্টার্সও।
Posted ১:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta