কক্সবাংলা ডটকম(২ সেপ্টেম্বর) :: ব্রিটিশ সঙ্গীতশিল্পী অ্যাডেল দ্বিতীয় সন্তানের মা হতে চান। আর বয়স ত্রিশের কোটায় পৌঁছানোর আগেই দ্বিতীয় সন্তান নিতে চান বলে ঘোষণা দিয়েছেন তিনি।
২০১৮ সালের ৫ মে ত্রিশ বছর পূর্র্ণ করতে যাচ্ছেন অ্যাডেল।
তার ঘরে ‘অ্যাঞ্জেলো’ নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু আরেকটি সন্তানের আগমনের অপেক্ষায় তিনি যেন অধীর হয়ে আছেন। তাই অ্যাডেলের ইচ্ছা ঘর আলো করে অ্যাঞ্জেলোর ভাইবোন আসুক।
তার কথায়, ‘আমি খুব করে চাইছি অ্যাঞ্জেলোর জন্য ভাইবোন পৃথিবীতে আনতে। যারা হবে তার খেলার সাথী।’
সাইমন কনেকির সাথে অ্যাডেল ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অ্যাডেলের বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে হ্যালো, সামওয়ান লাইক ইউ, রোলিং ইন দ্য ডিপ।
টাইমস অব ইন্ডিয়া
Posted ১০:২৯ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta