কক্সবাংলা ডটকম(১৮ মে) :: গত ৩০ বছর ধরে ভারতীয় সেনাকে তাড়া করেছিল বফর্সের ভূত। ১৯৮০ সালে বফর্স কেলেঙ্কারির পর থেকে আর কোনও কামান আসেনি ভারতীয় সেনার হাতে। অবশেষে দেশে আসছে কামান।
বৃহস্পতিবার সকালেই ভারতে এসে পৌঁছল 145 M-777 আল্ট্রা লাইট কামান। আমেরিকা থেকে এগুলি ভারতে আমদানি করা হচ্ছে।
সূত্রের খবর, একটি চার্টার্ড বিমানে করে ভারতে আনা হয়েছে দুটি কামান। এদিনই এদুটিকে পোখারানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। এটিকে সেনার ব্যবহারযোগ্য করে তুলতে আরও কিছু কাজ করতে হবে বলেও জানা গিয়েছে। ভারতের সঙ্গে আমেরিকার এই বিষয়ে ৭৩৭ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। আনা হবে আরও কামান। ২০২১-এর মধ্যে মোট ১৪৫টি কামান নিয়ে আসা হয়ে আমেরিকা থেকে। তবে প্রথম ২৫টি আনা হবে আমেরিকা থেকে আর বাকি ১২০টি কামান তৈরি হবে ভারতে।
চিনের সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি। পাহাড়ি এলাকায় এগুলি ব্যবহারের উপযোগী। হেলিকপ্টার থেকেও ব্যবহার করা সম্ভব। এছাড়াও লারসেন অ্যান্ড টারবো সংস্থার সঙ্গে ৪৩৬৬ কোটি টাকার চুক্তি হয়েছে, যার ভিত্তিতে দক্ষিণ কোরিয়াকে টেকনোলজি পার্টনার করে তৈরি করা হয়ে ১০০টি কামান। ৪২ মাসের মধ্যে সেনার হাতে আসবে এগুলি।
Posted ৫:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta