কক্সবাংলা ডটকম :: আমেরিকা (US) থেকে ফেরৎ পাঠানো হচ্ছে অবৈধ নাগরিকদের।
মেক্সিকো থেকে ব্রাজিল কিংবা বিশ্বের বিভিন্না প্রান্তের যে মানুষরা আমেরিকার নাগরিক নন, অবৈধভাবে রয়েছেন, তাঁদের ফেরৎ পাঠাচ্ছে ট্রাম্প সরকার।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা ফার্স্ট নীতি নিয়েছেন।
তার জেরেই বিভিন্ন দেশের অবৈধ নাগরিকদের দেশে ফেরাচ্ছে হোয়াইট হাউস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের নির্বাসনের ঘোষণার পর সেলেনা গোমেজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ক্ষোভ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওটি প্রকাশের পর অনেকে সেলেনার প্রসংশা করছেন, অনেকে আবার করছেন সমালোচনা। বলা যায়, রীতিমত দু’টি গ্রুপ দাঁড়িয়ে গেছে সেলেনার পক্ষে-বিপক্ষে।
আমেরিকান সংগীতশিল্পী লানা দেল রে, যিনি ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’- এর সমর্থক। তিনি সেলেনাকে একহাত নিয়েছেন।
ট্রাম্পের (Donald Trump) এই সিদ্ধান্তের জেরে এবার নিজের দেশের নাগরিকদের জন্য আকুল হলেন পপ তারকা সেলেনা গোমেজ (Selena Gomez)।
মেক্সিকোর যে সমস্ত নাগরিককে আমেরিকা থেকে তাড়ানো হচ্ছে, তাঁদের জন্য মন কাঁদতে শুরু করে পপ তারকার।
মহিলা থেকে বৃদ্ধ কিংবা শিশু, কারও জন্য তিনি কিছু করতে পারছেন না বলে আক্ষেপ করেন সেলেনা।
মেক্সিকোর যে নাগরিকরা আমেরিকায় রয়েছেন, তাঁদের উপর কেন হামলা হচ্ছে, তিনি বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন পপ তারকা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে লাইভে হাজির হয়ে সেলেনাকে কাঁদতেও দেখা যায়।
যা দেখে পালটা সেলেনা গোমেজকে আক্রমণ করেন রিপাবলিকান সেনেটর স্যাম পারকার।
‘ডিপোর্ট সেলেনা গোমেজ’ বলে সোশ্যাল হ্যান্ডেলে লিখেও ফেলেন এই রিপাবলিকান সেনেটর।
আমেরিকায় থেকেও সেলেনার মেক্সিকোর মানুষের উপর কেন এত ভালবাসা বলে প্রশ্ন তোলেন স্যাম। পাশাপাশি সেলেনা এবার মেক্সিকোয় ফেরৎ পাঠানো হোক বলে মন্তব্য করেন স্যাম পারকার।
রিপাবলিকান সেনেটরের ওই মন্তব্যের পর তাঁকে পালটা কটাক্ষ করেন সেলেনা। মিস্টার পারকার যেভাবে তাঁর কান্নায় হেসেছেন এবং পালটা হুমকি দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।
রিপাবলিকান সেনেটরের সঙ্গে সেলেনা গোমেজের বাদানুবাদের জেরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে জোরদার।
এদিকে আমেরিকান সংগীতশিল্পী লানা দেল রে, যিনি ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’- এর সমর্থক। তিনি সেলেনাকে একহাত নিয়েছেন।
সেলেনা ইনস্টাগ্রাম স্টোরি থেকে ভিডিওটি ডিলেট করে দিয়েছেন। তবে ভিডিওতে সেলেনার সমালোচনা করে লানা দেল রে- এর মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত হচ্ছে।
লানা দেল মন্তব্য করেছেন, ‘জিনিসপত্র গুছিয়ে তোমার মেক্সিকো ফিরে যাওয়া উচিত। তোমার দাদীকে সঙ্গে নিয়ে যাও।’
সেলেনা ভিডিওটিতে বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমার সমস্ত লোক আক্রমণের শিকার হচ্ছে…! বাচ্চারা, আমি বুঝতে পারছি না। আমি খুবই দুঃখিত! আমি যদি কিছু করতে পারতাম কিন্তু আমি পারছি না। আমি জানি না কী করবো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’
ভিডিওর ক্যাপশনে সেলেনা ‘আমি দুঃখিত’ লিখেছিলেন। সেইসাথে ব্যবহার করেছিলেন মেক্সিকান পতাকার ইমোজি।
ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়ার পর, সেলেনা আরেকটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘মানুষের প্রতি সহানুভূতি দেখানো স্পষ্টতই ঠিক নয়।’
তবে, এই পোস্টটিও দ্রুতই মুছে ফেলা হয়েছে।
উল্লেখ্য, সেলেনা দীর্ঘদিন ধরে অভিবাসন অধিকার নিয়ে সোচ্চার। এমনকি এর উপর ভিত্তি করে তিনি ২০১৯ সালে ‘লিভিং আনডকুমেন্টেড’ নামে একটি নেটফ্লিক্স ডকুমেন্টারি তৈরি করেছিলেন। সেলেনার পুর্বপুরুষ মেক্সিকান।
Posted ৩:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta