কক্সবাংলা ডটকম(১৩ জুন) :: বড় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সিঙ্গাপুরকে মেসিবিহীন আর্জেন্টিনা হারিয়েছে ৬-০ গোলে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল।
ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন মেসি। তবে মেসি না থাকলেও বড় জয় পেতে কষ্ট হয়নি আলবিসেলেস্তেদের। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে আর্জেন্টিনা। তারই ধারাবাহিকতায় ২৫তম মিনিটে হুলিয়ান ফাসিওর গোলে এগিয়ে যায় তারা। ৩১ মিনিটে দিবালা ও কোররেয়ার দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে নেয় আর্জেন্টিনা। ৬০তম মিনিটে স্কোরলাইন ৩-০। এই গোলটি করেন গোমেস। ৭৪তম মিনিটে দলের লিড আরও বাড়িয়ে দেন পারেদেস। ৯০তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়ানো বলে নিকোলাস আলারিওর ভলি ঠিকানা খুঁজে পায় প্রতিপক্ষের জালে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডি মারিয়াও ল্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এদিকে, ব্রাজিল দলে ছিলেন না নেইমার। তারপরও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তুলে নিয়েছে বড় জয়। তিতের অধীনে টানা নয় ম্যাচ জেতার পর গত শুক্রবার এই মাঠেই আর্জেন্টিনার কাছে একমাত্র গোলে হেরেছিল দলটি। মেলবোর্নে ম্যাচ শুরুর ১০ সেকেন্ডের মাথায় প্রতিপরে ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ব্রাজিল। বেইলি রাইটের ভুল পাস ধরে মিডফিল্ডার গুইলিয়ানো কিছুটা এগিয়ে ডান দিকে দিয়েগো সুজাকে বল বাড়ান। আর রেসিফের এই ফরোয়ার্ড ডি-বক্সে ঢুকে নিচু কোনাকুনি শটে গোলরককে পরাস্ত করেন। ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিয়াগো সিলভা। ১৩ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন তাইসন। ৮৯তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করে অতিথিরা। যোগ করা সময়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুজা।
Posted ২:১০ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta