কক্সবাংলা ডটকম(২৮ মে) :: ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে এফএ কাপের রেকর্ড শিরোপা জিতেছে আর্সেনাল। শনিবার ফাইনালে চেলসিকে ২-১ গোলে হারায় আর্সেন ভেঙ্গারের দল। প্রতিযোগিতার সর্বোচ্চ ১৩টি শিরোপা জিতল আর্সেনাল। টুর্নামেন্টে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অ্যান্তোনিও কোন্তের ডাবল জেতার স্বপ্নভঙ্গ৷প্রিমিয়র লিগ জেতানো কোচ ভেবেছিলেন চেলসিকে এফএ কাপটাও দিতে পারবেন৷কিন্তু ট্রফিটা স্ট্যামফোর্ড ব্রিজের রাস্তা না-ধরে এমিরেটস স্টেডিয়ামেই যাচ্ছে৷ওয়েঙ্গার তাঁর কেরিয়াররে সপ্তম এফএ কাপ জিতলেন৷আর আর্সেনালের ট্রফি রুমে এটা ১৩ নম্বর৷টুর্নামেন্টে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷
লিগে দলের সর্বোচ্চ গোলদাতা আলেক্সিস সানচেস ওয়েম্বলিতে পঞ্চম মিনিটেই এগিয়ে দেন আর্সেনালকে।
তবে চেলসি ৭৬তম মিনিটে আর্সেনালের জালে বল পাঠিয়ে সমতা আনেন রুই কস্তা।
তবে চেলসির সমতায় ফেরার স্বস্তি স্থায়ী হয়নি। তিন মিনিট পরই র্যামজির গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল।
আর্সেনালের এই সাফল্য তীব্র সমালোচনার মুখে থাকা কোচ ওয়েঙ্গারের জন্য এক বিরাট স্বস্তির।ওয়েঙ্গারকে নিয়ে এই মরশুমে সমালোচনা হয়নি৷আর্সেনালকে বছরের পর বছর সাফল্য দেওয়া মানুষটাকে ছেঁটে ফেলার জন্যই ক্লাব উঠে পড়ে লেগেছিল৷এবার সম্ভবত পরিস্থিতিটা বদলাবে৷ওয়েঙ্গারেই আস্থা রাখবে আর্সেনাল৷
Posted ১:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta