কক্সবাংলা ডটকম(২ জানুয়ারী) :: দুর্দান্ত জয়ে নতুন বছর শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।অন্য ম্যাচে শেষ মুহূর্তের গোলে বার্নলির মাঠে ২-১ গোলে জিতে নতুন বছর শুরু করলো ইয়ুর্গেন ক্লপের লিভারপুল শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের পর সোমবার রাতে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। এই জয়ে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে নেমে যাওয়া চেলসির পয়েন্ট ৪৫,২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল।
সবশেষ লেস্টার সিটি, বার্নলি ও সাউদাম্পটনের বিপক্ষে পয়েন্ট খুইয়ে প্রিমিয়ার লিগে ধুকছিল সফলতম এই ইংলিশ ক্লাবটি। গত বছরের শেষ দিকে এসে নেমে যায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এবার দুর্দান্ত জয়ে নতুন করে প্রত্যাবর্তনের আভাস দিচ্ছে দলটি।
এভারটনের মাঠ গুডিসন পার্কে অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ম্যানইউ। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট পর্যন্ত। ডি-বক্সের ঠিক বাইরে থেকে উঁচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনি মার্শাল। আর ৮১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন জেসে লিনগার্ড। ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন তিনি। এভারটন কোনো গোল শোধ করতে না পারায় এই দুই গোলেই জয় পায় ম্যানইউ।
শেষ মুহূর্তের গোলে জিতলো লিভারপুল
দুইদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে কষ্টে জিতেছিল লিভারপুল। সোমবারও তারা জিতলো, শেষ মুহূর্তের গোলে। বার্নলির মাঠে ২-১ গোলে জিতে নতুন বছর শুরু করলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
বার্নলির মাঠে এদিন লিভারপুলের সফরসঙ্গী ছিলেন না মোহাম্মেদ সালাহ ও ফিলিপ কৌতিনিয়ো। রবার্তো ফিরমিনিয়োকেও একাদশে রাখা হয়নি। তিনি নেমেছিলেন ৭২ মিনিটে সাদিও মানের বদলি হয়ে। তার আগেই মানের গোলে ৬১ মিনিটে এগিয়ে যায় লিভারপুল।
তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার ইঙ্গিত যখন পাচ্ছিল লিভারপুল, ঠিক তখনই ধাক্কা দেয় স্বাগতিকরা। ৮৭ মিনিটে জোহান গুডমুন্ডসন সমতায় ফেরান বার্নলিকে। তবে হাল ছাড়েনি অল রেডরা। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে দেজান লভরেনের অ্যাসিস্টে গোল করেন রাগনার ক্ল্যাভান।
এই জয়ে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল।