এমিরেটস স্টেডিয়ামে গোল উৎসবের শুরু করেন মাসখানেক আগেই আর্সেনালে যোগ দেয়া আলেকজান্দ্রে লাকাজেত্তে। প্রিমিয়ার লিগ অভিষেকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড। বলের যোগানদাতা ছিলেন মিশরের মিডফিল্ডার মোহামেদ এলেনি।
তিন মিনিট পরেই অবশ্য সমতা ফেরায় লেস্টার। ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ের বাড়ানো বলে মাথা ছুঁয়ে স্বাগতিকদের জালে বল জাড়িয়ে দেন জাপানি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি।
ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় লেস্টারই। মিডফিল্ডার মার্ক অ্যালব্রাইটনের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান লেস্টারদের নিয়মিত ত্রাতা জেমি ভার্ডি।
অবশ্য মধ্যবিরতির আগেই সমতা টেনে মাঠ ছাড়ে গানাররা। ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচের পাসে ড্যানি ওয়েলবেক অতিথিদের জাল খুঁজে নিলে ২-২ এর স্বস্তি নিয়ে পানি পানে যান ওয়েঙ্গার।
সেই স্বস্তিটা আবার বেশিক্ষণ টেকেনি। বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে জেমি ভার্ডি আরেকবার আর্সেনালের জাল খুঁজে নেন। রিয়াদ মাহরেজের মাপা কর্নারে মাথা ছুঁয়ে দলকে আনন্দে ভাসান এই ইংলিশ ফরোয়ার্ড।
পরের প্রায় আধাঘণ্টা গোলের দেখা পায়নি দুদলের কেউই। লেস্টার হয়ত জয়ের স্বপ্নই বুনছিল। কিন্তু ম্যাচের শেষ সাত মিনিটে দেড় মিনিটের ব্যবধানে দুই গোল করে শেষ হাসিতে মাতে আর্সেনালই।
দুই গোলের প্রথমটি অ্যারন রামসির। ম্যাচের ৮২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে গ্রানিত জাকা সেটি বাড়িয়ে দেন রামসির দিকে। আলতো টোকায় রামসিও ভুল করেননি সমতা ফেরাতে। তার রেশ কাটতে না কাটতেই কর্নার থেকে উড়ে আসা বলেই হেড করে জয়সূচক গোলটি আনেন গানারদের নিয়মিত পারফর্মার অলিভিয়ে জিরুদ।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta