কক্সবাংলা ডটকম(১৪ জুন) :: ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছল পাকিস্তান৷বুধবার সোফিয়া গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে আট উইকেটে হারায় ‘মেন ইন গ্রিন’৷রবিবার ওভালে ফাইনালে ভারত-বাংলাদেশের বিজয়ীর সঙ্গে খেতাব লড়াইয়ে নামবে পাকিস্তান৷
২১১ রান তাড়া করতে নেমে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় পাকিস্তন৷আজহার আলি ও ফাকহার জামন ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করে ফেলে৷ওপেনিং জুটিতে ১১৮ রান তোলে আজহার ও ফাকহার৷আজহার ৭৬ এবং ফাকহার ৫৭ রান করেন৷
তারপর বাবর আজমের অপরাজিত ৩৮ এবং মহম্মদ হাফিজের অপরাজিত ৩১ রানে ভর করে ১৩ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান৷সেই সঙ্গে গ্রুপে অপরাজিত থাকার পর সেমিফাইনালে পাকিস্তানের হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইংল্যান্ড৷প্রথম ম্যাচে ভারতের কাছে গো-হারান হারলেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে
সোফিয়া গার্ডেন্সে এদিন টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে পাঠান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ৷ইংল্যান্ড শুরুটা ভালো করলেও মিডল-অর্ডারে ধস নামার কোনও ক্রমে দু’শোর গণ্ডি টপকায় মর্গ্যানবাহিনী৷২১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস৷কোনও ইংরেজ ব্যাটসম্যানই হাফ-সেঞ্চুরির গণ্ডি ছুঁতে পারেননি৷সর্বোচ্চ ৪৬ রান করেন জো রুট৷১০ ওভারে ৩৫ রান খরচ করে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা পাক পেসার হাসান আলি৷
Posted ১:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy