কক্সবাংলা ডটকম(১৭ জুলাই) :: দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৪০ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে সমতা (১-১) ফেরাল দক্ষিণ আফ্রিকা৷ট্রেন্ট ব্রিজে প্রোটিয়া বোলিংয়ে বিরুদ্ধে ভেঙে পড়ে ইংল্যান্ড ইনিংস৷৪৭৪ রান তাড়া করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় রুট অ্যান্ড কোং৷ম্যাচের সেরা ভার্নন ফিল্যান্ডার৷
লর্ডসে সিরিজের প্রথম টেস্ট ২১১ রানে জিতে ট্রেন্ট ব্রিজে নেমেছিল ইংল্যান্ড৷দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৩৩৫ রানে বেঁধে রেখে শুরুটা মন্দ করেনি রুটবাহিনী৷বল হাতে ভয়ংকর হয়ে উঠেছিলেন জেমস অ্যান্ডারসন৷কিন্তু ইংরেজ ব্যাটসম্যানরা প্রোটিয়া বোলারদের মোকাবিলা করতে নেমে ২০৫ রানে গুটিয়ে যায়৷ক্যাপ্টেন জো রুট ছাড়া কোনও ইংরেজ ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে পারেননি৷
দ্বিতীয় ইনিংস হাশিম আমলা, ডিন এলগার এবং ক্যাপ্টেন ফ্যাফ ডু’প্লেসির হাফ-সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৩ রান তুলে ডিক্লেয়ার্ড দেয় দক্ষিণ আফ্রিকা৷সাড়ে চারশোর বেশি রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড ব্যাটিং৷চতুর্থ দিনের প্রথম তিন ঘণ্টাতেই রুট-সহ ইংল্যান্ডকে উৎপাটন করে প্রোটিয়া বোলাররা৷ভার্নন ফিল্যান্ডার ও কেশব মহারাজ তিনটি করে উইকেট নেন৷
ইংল্যান্ড ইনিংসের সর্বোচ্চ ৪২ রান করেন প্রাক্তন অধিনায়ক অ্যালাস্টার কুক৷মাত্র চার ইংরেজ ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷সিরিজের তৃতীয় টেস্ট ২৭ জুলাই থেকে দ্য ওভালে৷
Posted ১১:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta