কক্সবাংলা ডটকম(১০ সেপ্টেম্বর) :: ইউএস ওপেন যে নতুন রানী পেতে যাচ্ছে সেটি আগেই নিশ্চিত ছিল। শনিবার রাতে ফ্ল্যাশিং মিডোয় অল-আমেরিকান ফাইনালে মুখোমুখি হন স্লোয়ানি স্টেফানস ও ম্যাডিসন কিস। দুই বন্ধুর লড়াইয়ে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও লক্ষ্য যায়নি যায়নি। সহজেই কিসকে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেন স্টেফানস।
র্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর তারকা স্টেফানস ১৫ নম্বর র্যাঙ্কিংধারী কিসকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জেতেন। দুজনেরই এটা প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল ছিল।
ইউএস ওপেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন স্টেফানস। উন্মুক্ত যুগে মাত্র পঞ্চম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লামের শিরোপা জিতলেন এই আমেরিকান তারকা।স্টেফানস ও কিস দুজনই ছোটবেলার বন্ধু। স্টেফানসের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর দুজন দুজনকে জড়িয়ে ধরেন। ফাইনালে দুর্দান্ত জয়ের পর দর্শকসারিতে থাকা মা’কে আলিঙ্গন করেন ইউএস ওপেনের নতুন রানী।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta