কক্সবাংলা ডটকম(২৫ মে) :: ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে উঠে
শিরোপা জিতেছেে স্পেশাল ওয়ান হোসে মরিনহোর দল ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালে তারা আয়াক্সকে ২-০ হারায়। গোল দুটি করেন ১৮ মিনিটে প্রগবা এবং ৪৮ মিনিটে মেখিতারিয়ান।আর এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে হোসে মরিনহোর দল।
প্রিমিয়ার লিগে সাফল্য না পেলেও ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম মৌসুমটা খারাপ কাটেনি মরিনিয়োর। লিগ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় খুশি পর্তুগিজ কোচ মরিনিয়ো। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়াতে পারেনি তার শিষ্যরা। ১৫ ড্র করে নিজেদের ছায়া হয়েছিল। এর প্রভাব পড়ে পয়েন্ট টেবিলেও। ষষ্ঠ স্থান নিয়েই লিগ শেষ করতে হয় ম্যানইউকে। এই অবস্থায় ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলে ক্ষতে প্রলেপ দিতেই পারেন মরিনহো।
প্রসঙ্গত প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থেকে শেষ করায় চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হয়েছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ইউরোপীয় শীর্ষ মঞ্চে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল তাদের। একটাই পথ খোলা ছিল তাদের সামনে- ইউরোপা লিগ জেতা।
বুধবার এ লক্ষ্য নিয়ে স্টকহোমে আয়াক্সকে মোকাবিলা করতে নেমেছিল হোসে মরিনহোর শিষ্যরা। ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়েছে তারা এবং ম্যাচ শেষ করেছে সফলতার সঙ্গে। ২-০ গোলে আয়াক্সকে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে ম্যানইউ। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
Posted ২:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Chy