কক্সবাংলা ডটকম(২৪ জুলাই) :: কয়েকদিন পরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ইউরোপিয়ান সুপার কাপে খেলা রিয়াল মাদ্রিদের৷ সেই ম্যাচের আগে জিদান অ্যান্ড কোং’কে সতর্ক বার্তা দিলেন ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো৷
রবিবার ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপে ১২ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের পেনাল্টি শুট আউটে হারিয়ে দিল রেড ডেভিলস৷ নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১৷
বছর খানেক আগেই এক লক্ষেরও বেশি দর্শক এসেছিলেন ম্যান ইউ-রিয়াল ম্যাচ দেখতে৷ রবিবারও লেভিস স্টেডিয়ামের ৬৫০০০ দর্শক আসনের পুরোটাই ভরে গিয়েছিল৷ এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল ম্যাঞ্চেস্টার৷ ৭ মিনিটেই মার্শিয়ালের দুরন্ত শট আটকে দেন নাভাস৷
এরপর রিয়াল আস্তে আস্তে ম্যাচে ফেরে৷ ৪৫ মিনিটে মার্শিয়াল ‘লসব্লাঙ্কোস’দের তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলে পাস বাড়ান ফাঁকায় দাঁড়ানো নিলগার্ডকে৷ তা থেকে স্কোরলাইন ১-০ করেন এই স্ট্রাইকার৷ পরিবর্ত হিসেবে নামা কাসেমিরো ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন৷ নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ অবস্থায় শেষ হয়৷ পেনাল্টিতে ডি’হিয়ার সৌজন্যে বাজি মারে প্রিমিয়র লিগের দল৷
Posted ৩:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta