কক্সবাংলা ডটকম(১৪ জুলাই) :: ইউরোপে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর অবস্থানে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে সদ্য সমাপ্ত বাংলাদেশ ও ইইউর যৌথ কমিশনের বৈঠকে এমন অবস্থান ব্যক্ত করে সংস্থাটি।
অবৈধদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্ধারণে গত বছরের অক্টোবরে একটি চুক্তি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস’ (এসওপি) সই করার জন্যে প্রস্তাব করেছিল ইইউ।
প্রস্তাবিত খসড়ায় নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়ে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর কথা উল্লেখ করা হয়। বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার জন্যে সংশোধিত খসড়া প্রণয়ন করে।
বাংলাদেশি খসড়ায় অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে বরং অবৈধদের নাগরিকত্ব যাচাই করার জন্যে যতটা সময় প্রয়োজন ততটা সময় থাকার প্রস্তাব ছিল। এ খসড়াটি নিয়ে ১২ জুলাই ব্রাসেলসে অনুষ্ঠিত বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠকে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ইইউ বাংলাদেশের প্রস্তাবে মোটেও রাজি হয়নি। সেপ্টেম্বরের মধ্যে তাদের দেয়া খসড়ায় চুক্তি করার প্রস্তাব করে সংস্থাটি। পাশাপাশি, অবৈধদের যাচাই-বাছাই দু’দিনের মধ্যে শেষ করে ফেরত আনতে বলেছে।
ইইউর প্রস্তাবে বাংলাদেশ রীতিমতো হতবাক। কারণ এভাবে সময় বেঁধে দিয়ে কোনো অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর রেওয়াজ কোথাও নেই। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট বলেছে, ইইউ দেশগুলোতে ৯৩ হাজার অবৈধ বাংলাদেশি আছেন। এ তথ্য বাংলাদেশের কাছে অবিশ্বাস্য। অবশ্য সম্প্রতি তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী বলেছেন, ইউরোপে অনুপ্রবেশের পথে দুই হাজার বাংলাদেশি তুরস্কে আটকা পড়েছেন।
এতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করেন তিনি। বৈঠকে ইইউ প্রতিনিধি দল জানায়, এ পর্যন্ত আট হাজার অবৈধ বাংলাদেশি ইউরোপে গ্রেফতার হয়েছেন। ইউরোপে অবৈধ প্রবেশের সময় আটক হওয়া লোকজনকে ফেরতের প্রসঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে বাংলাদেশ প্রতিনিধি দলের এক সদস্য বলেন, অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনায় কঠোর অবস্থান তুলে ধরে ইইউ।
ফলে আলোচনা করে এসওপি চূড়ান্ত করা যায়নি। বৈঠকে ইইউ প্রস্তাব করে, তাদের দেয়া তালিকা অনুযায়ী দু’দিনের মধ্যে আটক লোকজনের পরিচয় বাংলাদেশকে নিশ্চিত করতে হবে।
তা না হলে সময়সীমা শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি পরে ফেরত পাঠানো লোকজন বাংলাদেশি নয় এমনটা নিশ্চিত করতে পারে তবে এমন ব্যক্তিকে আবার ফেরত নেয়া হবে। নতুন প্রস্তাব মেনে নিয়ে সেপ্টেম্বরের মধ্যে চুক্তি সই করতে বলে ইইউ। এ প্রস্তাব বাংলাদেশ নাকচ করে।
তা ছাড়া বৈঠকেই হঠাৎ করে লোকজনকে দু’দিন পর বাংলাদেশে ফেরত পাঠানোর কথা প্রথমবারের মতো তোলা হয়। এর আগে তারা শুধু দু’দিনের মধ্যে লোকজনের পরিচয় নিশ্চিত করার কথা বলেছিল।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta