কক্সবাংলা ডটকম(১০ আগস্ট) :: ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের সাথে এসওপি (স্ট্যান্ডার্ড অব প্রসিডিউর) সইয়ে করতে যাচ্ছে বাংলাদেশ। নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে এ প্রক্রিয়া শুরু হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিবাসী ফেরত পাঠালেই হবে না ইইউকে এদের পূনর্বাসনের দায়িত্বও নিতে হবে।
ইউরোপে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি শরণার্থীদের দ্রুত ফেরত পাঠাতে চায় ইউরোপী ইউনিয়ন। এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান অধিদপ্তর ইউরোস্ট্যাটের তথ্য বলছে, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইউরোপে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশির সংখ্যা সাড়ে ৯৩ হাজার।
এদের ফেরত পাঠাতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসপিও প্রস্তাব করেছে ইইউ। আর এ নিয়ে পাল্টা প্রস্তাব দিয়েছে ঢাকা। এতে, নাগরিকত্ব যাচা-বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে। কারণ মিয়ানমারের রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকও ইউরোপে শরনার্থী হিসেবে আছে।
বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এসওপিতে, চার ধাপে বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো সময়সীমাও চায় না ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে এখনও শ্রম চাহিদা রয়েছে। সেজন্যই সোস্যাল নের্টওয়ার্কের মাধ্যমে অনুপ্রবেশকারীর হার বাড়ছে। এজন্য ইইউ’র অভিবাসী নীতি সংশোধন করা প্রয়োজন।
অনুপ্রবেশকারী অভিবাসীর চাপ সামলাতে নাগরিকদের ফিরিয়ে নেয়ার প্রস্তাবের সাথে ভিসা সীমিত করার শর্ত জুড়ে দেয়ায় ইইউ’র সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta