কক্সবাংলা ডটকম(২৪ আগস্ট) :: টানা দ্বিতীয়বার ইউয়েফা বর্ষসেরা হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি-বুফনের তুলনায় এগিয়ে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার। আজ জানা যাবে কার হাতে উঠছে ২০১৬-১৭ মৌসুমের বর্ষসেরা পুরস্কার।
মোনাকোতে আজ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই ঘোষণা করা হবে বর্ষসেরার নাম। পাশাপাশি দেয়া হবে বর্ষসেরা কোচ ও নারী ফুটবলারের পুরস্কার। রোনালদো ও মেসি দুইবার করে ইউয়েফার বর্ষসেরা হয়েছেন।
নিজস্ব পারফর্মেন্সের সঙ্গে দলগত অর্জনে এবারও ফেভারিট থাকছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ইউয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
অন্যদিকে লিওনেল মেসি নিজে দ্যুতি ছড়ালেও তার ক্লাব বার্সেলোনা ছিল বড্ড বিবর্ণ। ৮০ জন কোচ ও ৫৫ সাংবাদিকের জুরি বোর্ড বেছে নিয়েছে সেরা তিন।
Posted ১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta