কক্সবাংলা ডটকম(২২ মে) :: টানা ছ’বার সিরি এ জিতল তুরিনের ‘ওল্ড লেডি’৷ রবিবার ক্রোতোনেকে তাদের ঘরের মাঠে ৩-০ হারিয়ে এই নজির গড়েছে জুভেন্তাস৷ সব মিলিয়ে এটি তাদের ৩৩ তম খেতাব৷ এর আগে ইন্টার মিলান ও তোরিনো টানা পাঁচবার সিরি এ জিতেছিল৷
রোমার সঙ্গে আগের ম্যাচে হেরে কিছুটা হলেও চাপে ছিল মসিমিলানো অলেগ্রির দল৷ এই ড্র করলে চাপে পড়ে যেত জুভে৷ অবনমনে থাক এই দলটিকে তাই হাল্কা ভাবে নেননি দিবালা-হিগুয়েনরা৷ ১২মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মান্জুকিচ৷ ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান আর্জেন্তাইন ফরোয়ার্ড পাবলো দিবালা৷এরপর ৮৩ মিনিটে গোল করে ক্রোতোনের কফিনে পেরেক পুঁতে দেন সান্দ্রো৷
ইতালিয়ান কাপ ও লিগ জয়ের পর বুঁফোদের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগ৷ যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ১১ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ৷
Posted ৫:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta