কক্সবাংলা ডটকম :: বড়দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তরফে ঘোষিত হল র্যাঙ্কিংয়ের তালিকা ।
সেখানে দেখা গিয়েছে, বোলার হিসাবে র্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছেন বুমরা । তাঁর রেটিং পয়েন্টও ছাড়িয়েছে ৯০০ ।
একথায় বলা যায় ভারতীয় ফাস্ট বোলার হিসাবে ইতিহাস সৃষ্টি করলেন জাসপ্রিত বুমরা ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টেস্টে ৯৪ রানে ৯ উইকেট নিয়ে বুমরা ১৪ টি অতিরিক্ত রেটিং পয়েন্ট অর্জন করেছেন। তাতেই তাঁর র্যাটিং ছাড়িয়েছে ৯০৪ ।
এরফলে প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের গড়া একই র্যাটিংয়ে পৌঁছিয়েছেন বুমরা । বলা বাহুল্য, মেলবোর্নে বর্ডার এবং গাভাসকর ট্রফিতে আরও একটি টেস্ট ম্যাচ রয়েছে।
আর সেখানে ভালো খেললেই অশ্বিনের রেকর্ড ভেঙে এগিয়ে যাবেন বুমরা ।
অন্যদিকে আইসিসির র্যাঙ্কিংয়ের তালিকা দুই আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা । তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৫৬।
এই তালিকায় শীর্ষে থাকা বুমরার সঙ্গে রাবাদার ব্যবধান ৪৮ পয়েন্টের। আর তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজলেউড। তাঁর পয়েন্ট ৮৫২। চারে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স (৮২২)।
ইতিমধ্যেই চলতি সিরিজে দুটি শতরান করে ফেলেছেন তিনি। সেইসঙ্গে আইসিসির তালিকায় ৭৮৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রবিচন্দ্রন অশ্বিন।
Posted ৮:২৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta