কক্সবাংলা ডটকম(৭ জুন) :: ইরানি আইনসভা মজলিশ এ সুরায় আইএস হামলায় বাড়ছে নিহতের সংখ্যা৷ বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাচ্ছে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে৷এছাড়া আহত হয়েছে ৩৯ জন। তেহরানে জারি কড়া নিরাপত্তা৷ পরিস্থিতি এমনই৷ দেশটির আইনসভা থেকে জঙ্গি মুক্ত করার অভিযান চলছে৷ নামানো হয়েছে বিশেষ কমান্ডো বাহিনী৷
ইউরোপে পরপর নাশকতার পর এবার এশিয়া৷ ইরানের বুকে সাম্প্রতিক সময়ে সবথেকে বড় নাশকতা ঘটানো হল৷ চার বন্দুকবাজ হামলা চালিয়েছে ইরানের জাতীয় আইনসভা মজলিশে৷ হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট৷ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির সমাধিস্থলেও হামলা চালনো হয়৷ ত্রস্ত তেহরান৷এক মহিলা জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছে৷ এমনই দাবি স্থানীয় সংবাদ মাধ্যমের৷
কী ঘটছে ইরানি পার্লামেন্ট মজলিসের অন্দরে? কেউই সঠিক জানাতে পারছেন না৷ জানা যাচ্ছে, কালাশনিকভ রাইফেল, হ্যান্ড গ্রেনেড নিয়ে হামলা চালায় ওই তিন দুষ্কৃতী৷ এক হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে বলেও দাবি করা হয়৷ তবে এই খবরের সত্যতা এখনও মেলেনি৷
হামলার পরই রাজধানী তেহরানে জারি হয়েছে কড়া সতর্কতা৷ আইনসভা ঘিরে নিয়ে ইরানি কমান্ডোরা বিশেষ অভিযানে নামছেন৷ বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে, বন্দুকবাজের গুলিতে এক রক্ষী গুরুতর জখম হয়েছেন৷ হামলাকারীকে রুখতে অনবরত গুলি চালাচ্ছেন অন্যান্য রক্ষীরা৷ ভিতরে আটকে পড়েছেন ইরানি জাতীয় আইনসভার সদস্যরা৷
Posted ১:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta