কক্সবাংলা ডটকম(২ জানুয়ারী) :: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নয়া দিল্লি সফরকে সামনে রেখে ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ভারত। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ইসরায়েলের কাছ থেকে ভারত ৭ কোটি ডলার মূল্যের ১৩১টি ক্ষেপণাস্ত্র কিনবে। এসব ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য।
বারাক নামের এই ক্ষেপণাস্ত্রটি নির্মাণ করেছে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম নামের কোম্পানি। এসব ক্ষেপণাস্ত্র ভারতের নির্মিত প্রথম যুদ্ধবিমানে ব্যবহার করা হবে। এসব বিমান এখনও নির্মানাধীন রয়েছে।
জানুয়ারি মাসের মাঝামাঝিতে নেতানিয়াহু ভারত সফর করবেন। ইসরায়েলের কাছ থেকে প্রতিরক্ষা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ভারত দেশটির বড় ক্রেতায় পরিণত হয়েছে। গড়ে প্রতি বছর ভারতের কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করে ইসরায়েল।
২০১৭ সালের এপ্রিলে উভয় দেশ প্রায় ২০০ কোটি ডলার মূল্যের একটি সামরিক চুক্তি স্বাক্ষর করে।
Posted ৮:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta