কক্সবাংলা ডটকম :: ২ সেপ্টেম্বর শনিবার সূর্যপথে পাড়ি দেবে ইসরোর সূর্যযান আদিত্য এল১। চন্দ্রযান ৩-এর পর আরও এক গুরুত্বপূর্ণ মিশনে নামছে ভারত। এই প্রথম ইসরো নামছে সূর্য অভিযানে। মিশন শুরুর একদিন আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে তিনটি পয়েন্টে জানিয়ে দেওয়া হল, কোথায়, কত দূরে, কী উদ্দেশে যাচ্ছে আদিত্য এল১।
শনিবার বেলা ১১টা ৫০ মিনিট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সূর্য-পথে উৎক্ষেপণ করা হবে ইসরোর সূর্যযান আদিত্য এল১-কে। তার আগে এক্স-বার্তায় ইসরো জানিয়ে দিল সেই কথা। একইসঙ্গে মিশনের উদ্দেশ্য এবং মহাকাশযানের অবস্থান নিয়েও সুনির্দিষ্ট বার্তা দিল।
ইসরো এদিন টুইট বার্তায় জানিয়েছে, আদিত্য এল১ পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করবে। মহাকাশযাননি পরিচালিত হবে সূর্যের দিকে। সূর্যের ধারেকাছেও সে যাবে না। পৃথিবী ও সূর্যের ১ শতাংশ দূরত্বও পাড়ি দেবে না আদিত্য এল১।
কিন্তু আদিত্য এল১-কে মহাকাশের এমন এক জায়গায় প্রতিস্থাপন করা হবে যে সূর্যকে সবথেকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে সে। সূর্য হল একটি বিশাল গ্যাস-গোলক। যা অগ্নি-গোলক হয়ে রয়েছে। আদিত্য এল১ সূর্যের বাইরের বায়ুমণ্ডল অধ্যয়ন করবে ওই নির্দিষ্ট জায়গায় থেকে।
ইসরোর স্পষ্ট করে দিয়েছে আদিত্য এল১ সূর্যে অবতরণ করবে না চন্দ্রযান ৩-এর মতো। কিংবা সূর্যের কাছাকাছিও যাবে না। ইসরোর সূর্যযান আদিত্য এল১ পিএসএলভি রকেটে চেপে পাড়ি দেবে পৃথিবী ও সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর উদ্দেশে। সেখানে এক হ্যালো কক্ষপথে স্থাপিত হবে আদিত্য এল১।
ইসরো চাঁদে গিয়েছে আমাদের একমাত্র উপগ্রহের মাটিতে উপনিবেশ গড়ে তোলার মতো পরিবেশ ও আবহাওয়া আছে কি না জানতে, বিভিন্ন পরীক্ষ-নিরীক্ষা চালাতে। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা সূর্য মিশনে যাচ্ছেন আমাদের একমাত্র নক্ষত্রকে নতুন করে চিনতে। সূর্যের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে।
সূর্যই পৃথিবীর প্রাণের উৎস। সূর্যের জন্যই পৃথিবীতে টিকে রয়েছে জীবন। তাই সূর্যকে জানলেই পৃথিবীকে সমূহ বিপদ থেকে রক্ষা করা যাবে। পৃথিবীতে জলবায়ু পরিবর্তন ঘটে চলেছে অবিরত। বিজ্ঞানীরা তাই চন্দ্রের পর সূর্য অধ্যয়ন করে পৃথিবীকে রক্ষার একটা পন্থা বের করতে চাইছেন।
মহাকাশের এক বিশেষ কক্ষপথে প্রতিস্থাপন করা হবে আদিত্য এল১-কে। সূর্যের একটি নিরবচ্ছিন্ন দৃশ্য পেতে আদিত্য এল১ সূর্য ও পৃথিবীর সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথ থেকে রিয়েল টাইম আবহাওয়ার বিশ্লেষণ করবে। ওই অবস্থানে পৌঁছতে আদিত্য এল১-এর সময় লাগবে চার মাস।
Posted ১:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy