সংবাদ বিজ্ঞপ্তি(২৬ আগস্ট) :: ইসলামী শ্রমিক আন্দোলন উখিয়া উপজেলা শাখার কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা ২৬ আগস্ট কোটবাজারস্থ শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ আলী আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সেক্রেটারী মাওঃ মোহাম্মদ শোয়াইব প্রধান অতিথি ও ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন প্রধান আলোচক ও উখিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাস্টার কলিম উল্লাহ ও সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ৫১ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি উল্লেখ যোগ্য দায়িত্বশীল যথাক্রমে সভাপতি মোঃ আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, প্রচার সম্পাদক খোরশেদ আলম, দফতর সম্পাদক হেলালুদ্দিন, অর্থ সম্পাদক মোঃ তোফাইল, প্রশিক্ষণ সম্পাদক আকতার কামাল, শ্রমিক কল্যাণ সম্পাদক নূরুল কবির, অটো সিএনজি ও মোটরবাইক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, ফার্নিচার করাতকল বিষয়ক সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।
প্রধান অতিথি শ্রমিকদের ন্যায্য অধিকার ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার মাধ্যমে দুনিয়াবী শান্তি ও পরকালীন মুক্তি অর্জন করার আহবান জানান।
Posted ১১:০০ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta