হুমায়ূন রশিদ,টেকনাফ(২৪ মে) :: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক টেকনাফে পুলিশ ফাঁড়ি এবং নবনির্মিত থানা ভবন উদ্বোধনোত্তর মাদক ও জঙ্গিবাদ বিরোধী বিশাল জন সমাবেশে বলেছেন, ইয়াবা চোরাকারবারী ও সন্ত্রাস-জঙ্গিবাদ দেশ এবং জাতির জন্য হুমকি স্বরূপ। সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে তাদের দমন করতে হবে।
যারা ইয়াবাসহ যাবতীয় মাদক চোরাচালানে সংশ্লিষ্ট রয়েছে;তাদের এসব চোরাচালান বন্ধ করতে হবে। অন্যথায় দেশ ছেড়ে পালান। এদেশে এসব অপরাধীদের স্থান হবেনা।
পুরো বাঙ্গালী জাতি আজ নতুন করে স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। সবাইকে এই যুদ্ধের সর্ঙ্গী হতে হবে। টেকনাফের কলংক ইয়াবা ও চোরাচালান দমন করতে যতদূর যেতে হবে আমরা পুলিশসহ আইন-শৃংখলা বাহিনী ততদূর যেতে প্রস্তুত রয়েছি।
এরপর টেকনাফবাসীদের উদ্দেশ্য তিনি বলেন,আপনারা যদি ইয়াবা বিরোধী হয়ে থাকেন আসন্ন ঈদে ইয়াবা ব্যবসায়ীদের বয়কট করে তাদের বাসায় যাতায়াত বন্ধ করে দেখিয়ে দিন তারা সমাজে কতটা ঘৃণার পাত্র।
২৪মে বিকাল সোয়া ৪টা টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ জেলা পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের এএসপি এএসপি সৌমিত্র চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল ইসলাম (বিপিএম,পিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান (বিপিএম,পিপিএম), কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুর রহমান।
বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান,জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট আমজাদ হোসেন টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় তিনি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হয়ে বাহারছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এসময় সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি বিশেষ অতিথিসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হক,ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মোঃ শহীদ উল্লাহ বক্তব্য রাখেন।
এরপর তিনি রেস্ট হাউসে অবস্থান নিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকাল ৪টারদিকে টেকনাফ মডেল থানায় পৌঁছলে ওসি মাইন উদ্দিনের নেতৃত্বে গার্ড অব অনার ও সালাম প্রদান করা হয়। সালাম গ্রহণ শেষে তিনি নবনির্মিত টেকনাফ মডেল থানা ভবনের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাতের পর বিকাল সোয়া ৪টায় মাদক ও জঙ্গিবাদ বিরোধী বিশাল সমাবেশে যোগদান করেন। এতে তিনি সকলের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta