কামাল শিশির,রামু :: বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ জানুয়ারি ) ২ দিন ব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার বিদ্যালয় মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল সিকদার।
এছাড়া বৃহস্পতিবার কোরআান তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এম নুরুল আলম ফেরদৌসী।
বিশেষ অথিতি হিসাবে ছিলেন, কক্সবাজার কলেজের সাবেক ভিপি বীর মুক্তি যোদ্ধা ডাক্তার সিরাজুল হক রেজা, ডাক্তার আইয়ুব তাহের, ঈদগড় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি দিদারুল ইসলাম, রামু প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কামাল শিশির, সাংবাদিক জহির খন্দকার, সমাজ সেবক আবুল কালাম, নজরুল ইসলাম মিন্টু,সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক মিজানুর রহমান, আব্দুল্লাহ আলভি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক শউকত ওসমান, শিক্ষক সরওয়ার কামাল,বিষু মোহন দেব, বেলাল উদ্দিন, দিদারুল ইসলাম সৈনিক, শামশুল আলম, তোফাইয়েল আহমদ,মৌলনা আনসার হোসেন।
এছাড়া এসময় অত্র স্কুলের ছাত্র-ছাত্রী,পরিচালনা কমিটি,অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে পুরুস্কার প্রদান করেন।
উল্লেখ, ঈদগড়ের একটি মাত্র উচ্চ বিদ্যালয় এটি।শিক্ষকদের আন্তরিকতায় পড়া -লেখার পাশাপাশি খেলা ধুলায়ও এগিয়ে যাচ্ছে এ বিদ্যালয়।
প্রধান শিক্ষক মতিলাল শিকদার সুন্দর ভাবে ২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে পেরে এবং অতিথিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ৯:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta