শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১৫ মে) :: কক্সবাজার সদরের ঈদগাঁওতে সম্পদ আত্মসাৎ করতে বৃদ্ধ পিতাকে অপহরণের ১১দিন পর উদ্ধার করেছে পুলিশ। ১৫ মে দুপুর ২টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকা থেকে অপহৃত ব্যক্তির বড় মেয়ের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ব্যক্তি ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনার মৃত লাল মোহাম্মদের পুত্র মোঃ ছৈয়দ উল্লাহ। অপহরণকাজে সহযোগিতার অভিযোগে পুত্রবধু উম্মে সাদিয়া উর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, বর্ণিত ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনার মৃত লাল মোহাম্মদের পুত্র মোহাম্মদ ছৈয়দ উল্লাহ (৭৭) সাংসারিক জীবন অতিবাহিত করে আসছিল। তার ৪ মেয়ে, ২ সন্তান রয়েছে। এর মধ্যে প্রবাসে রয়েছে অপর এক ছেলে। পরিবারের সহায় সম্পত্তি নিজের আয়ত্বে নিতে জন্মদাতা পিতাকে কয়েকবার লাঞ্চিত ও করে আসছিল অভিযুক্ত এ ছেলে শফিউল আলম।
তারই সূত্র ধরে গত ৪ মে বাড়ীর রাস্তার মাথা থেকে পুত্র শফিউল আলম ও তার স্ত্রী উম্মে সাদিয়া উর্মীকে যোগসাজশে বৃদ্ধ পিতা ছৈয়দ উল্লাহকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের অন্য সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও উদ্ধার কিংবা সন্ধান না পেয়ে অপহৃতের স্ত্রী ছলেমা খাতুন বাদী হয়ে কক্সবাজার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গ্রেফতারকৃত পুত্রবধূ বাজার হয়ে ভোমরিয়াঘোনাস্থ শ^শুর বাড়ী যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে তাকে প্রথমে আটক করে। তার স্বীকারোক্তিতে শ^শুর ছৈয়দ উল্লাহকে উদ্ধারের জন্য অভিযান চালায়।
এক পর্যায়ে তার মেয়ে নুর জাহান বেগমের বাড়ী থেকে উদ্ধার করে। তার স্বামীর নামে প্রায় ৩ কানি মত জমি-জমা রয়েছে। উক্ত জমি-জমার দাম বৃদ্ধি পাওয়ায় হঠাৎ লোলুপ দৃষ্টি পড়ে ছেলে শফিউল আলমের। সে দীর্ঘদিন বাবাকে চাপ প্রয়োগ করে আসছিল জমি কেড়ে নেওয়ার জন্য।
এতে ব্যর্থ হয়ে ঐদিন জন্মাদাতা পিতাকে অজ্ঞাত স্থানে নিয়ে জমিগুলো রেজিষ্ট্রি নেওয়ার জন্য অপহরণ করে নিয়ে যায়। বৃদ্ধ পিতাকে অপহরণের ঘটনায় পরিবারের মাঝে নেমে এসেছিল অজানা আতঙ্ক। উদ্বেগ উৎকন্ঠায় ছিল অপরাপর ছেলেমেয়েরা। উদ্ধারের খবর পেয়ে তদন্ত কেন্দ্রে ভিড় জমান তার আত্মীয় স্বজনরা।
এসময় আবেগাপ্লুত হয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়ে। অভিযান পরিচালনাকারী এসআই দেবাশীষ সরকার অপহরণের ঘটনা সত্য নয় বলে জানালেও ছৈয়দ উল্লাহর স্ত্রী অপহরণের অভিযোগ তুলেন।
এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেবেন বলে জানান।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta