এম আবু হেনা সাগর, ঈদগাঁও(৪ জুন) :: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অর্ধশত লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
জানা যায়, ৪ জুন বিকাল তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাখইক্যা প্রকাশ শাহজাহানের বাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় বস্তাভর্তি অর্ধশত লিটার মদ মাটির নিচে কে বা কারা রেখে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন বিষয়টি দফাদার নুর মোহাম্মদকে মুঠোফোনে অবগত করলে তিনি তাৎক্ষনিক ভাবে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জানান। পরে উক্ত তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাভর্তি চোলাই মদ জব্দ করে।
এব্যাপারে তদন্ত কেন্দ্রের এসআই উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ১০:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta