এম আবু হেনা সাগর,ঈদগাঁও(১৭ মে) :: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে চালের মূল্য অস্থিতিশীল থাকার ফলে বিপাকে পড়েছে অসহায় কর্মজীবি মানুষজন। দিনে এনে দিনে খায় এমন লোকজন চাউলের দাম নিয়ে হিমশিম খাচ্ছে। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করেও পরিবার পরিজন নিয়ে দু’মুটো খাবার খেতে অনেকে বেকাদায় পড়েছেন।
জানা যায়, গুরুত্ববহ ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে চাউলের দোকান ঘুরে দেখা যায়, একেক দোকানে একক ধরণের চাউল বিকি কিনি হচ্ছে। এতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে খেটে খাওয়া মানুষজন।
সরেজমিনে দেখা যায়, মোটা গাজী চাউল ১৮ শত, পুরাতন গাজী ২ হাজার, আটাইশ মিনিকেট ২৩ শত, শাহজাহান সিরাজ (বেতি) ২১ শত ৫০, মিনিকেট ২৫ শত থেকে ২৬ টাকায় বিকিকিনি হচ্ছে। তবে খুচরা কর্মজীবি ক্রেতারা চাউল কিনতে গিয়ে বেশী দামে কিনতে হচ্ছে বলে জানান অনেকে। চাউলের বস্তা হিসাবে কিনলে কম হলেও কিন্তু খুচরা কিনলে বেশী দামে কিনতে হচ্ছে সাধারণ লোকজনদেরকে।
এতে করে বিপাকে পড়েছে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলের অসহায় লোকজনদেরকে। তবে বেশ কয়েকজন খেটে খাওয়া লোকজনের মতে, আসন্ন রমজান মাসকে ঘিরে যে ভাবে বাড়তে শুরু করেছে চাউলের দাম, তাতে আমরা অসহায় লোকজনের অবস্থা কি হবে।
অপরদিকে ঈদগাঁও বাসষ্টেশন এলাকার চাউল ব্যবসায়ী সিরাজের মতে, বিগত বছরের ন্যায় এ বছর রমজান মাসে চাউলের মূল্য বস্তা প্রতি অর্ধেক বেড়েছে বলে জানান।
Posted ৮:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta