মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ১২ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠিত হয়েছে।
কর্মপরিষদ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন আমীর: মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, নায়েবে আমীর: মাওলানা ছৈয়দ নূর হেলালী, সেক্রেটারি :- মাওলানা নূরুল আজিম, সহ সেক্রেটারি :- তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক :- মাস্টার ছৈয়দুল আলম,অর্থ সম্পাদক :- এমদাদ উল্লাহ, ওলামা মশায়েখ সম্পাদক:- মাওলানা হারুনর রশীদ, দাওয়াহ ও তালিমুল কোরআন সম্পাদক :- মাওলানা ছৈয়দুল হক,পেশাজীবি ও মানবসম্পদ সম্পাদক:- শাহাব উদ্দিন, যুব বিভাগ:- মাওলানা সরওয়ার কামাল,চিকিৎসা ও কৃষি বিভাগ :- সোলাইমান মোর্শেদ এবং সদস্য :- কামাল পাশা।
এদিকে জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন ইমারত শাখার কর্মপরিষদ গঠিত হয়েছে।
এতে আমীর: অধ্যাপক হাকিম আলী, নায়েবে আমীর: ফাজেল ইবনে শরীফ, সেক্রেটারী: মাওলানা সোলতান আহমদ, সাংগঠনিক সেক্রেটারী: অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, বায়তুলমাল সম্পাদক : জামশেদ আলী, অফিস ও প্রচার সম্পাদক : মাওলানা শাখের আহমদ এবং তারবিয়াত সেক্রেটারী: মাওলানা আলী আহমেদ হেলালী মনোনীত হয়েছেন।
Posted ১:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta