এম আবু হেনা সাগর,ঈদগাঁও(৩১ মে) :: বঙ্গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওতে কাঁচা ঘরবাড়ি-দোকানপাট- ক্ষেত খামার সহ গাছগাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এমনকি বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলে কাঁচা ও টিনের ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ায় অনেকে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে।
পাশাপাশি গোমাতলীর উপকূলীয় এলাকায় বেড়িবাধ অসম্পন্ন থাকার ফলে জোয়ার ভাটায় বন্দি হয়ে পড়ে এলাকাবাসী। ক্ষতিগ্রস্থরা ফের দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ৩০ মে রাত আনুমানিক তিনটার দিকে শুরু হওয়া ঝড়ো হাওয়া আর প্রচন্ড বৃষ্টিপাতে আঘাত হানে ঈদগাঁওতে। যা পরদিন সকাল দশটা পর্যন্ত স্থায়িত্ব ছিল।
নানা স্থান ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ি, দোকানপাট, ক্ষেতখামার সহ গাছপালা। সে সাথে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারেরও ক্ষতি হয়। যার ফলে বাজার এলাকায় ঐ দিন সন্ধ্যার পর বিদ্যুৎ আসলেও পাড়া মহল্লা জুড়ে এখনো বিদ্যুতের দেখা নেই। আবার উপকূলীয় এলাকা পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায় বেড়িবাধ ভাঙ্গনের কারণে পাশ্ববর্তী এলাকা জুড়ে জোয়ার ভাটায় প্লাবিত হয়ে পড়ে গ্রামবাসী।
পোকখালীর মোজাহের আহমদ জানান- গোমাতলীতে বেড়িবাধ সংস্কার না করলে এলাকাবাসীকে বর্ষামৌসুমে মরণ দশায় ভোগতে হবে।
অপরদিকে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার কমিউনিটি পুলিশীং নেতা মাহবুবুর রহমান জানান- ঘূর্ণিঝড় মোরা’র তীব্র বাতাসে এলাকার ১০/১৫টির মত ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার পাশাপাশি অসংখ্য গাছপালার ক্ষতি হয়।
অন্যদিকে ঈদগাঁও বাজার ও বাসষ্টেশনের বিভিন্ন দোকানপাটে বেশ ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি বৃহত্তর এলাকা তথা- জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, চৌফলদন্ডী, পোকখালী, ঈদগাঁও এবং ভারুয়াখালীর গ্রামেগঞ্জে ক্ষেতখামার ও গাছপালার প্রচুর পরিমাণ ক্ষতি হয় বলে জানান অনেকে।
চৌফলদন্ডী এলাকার নুরুচ্ছবির মতে, ঘূর্ণিঝড় মোরা থেকে বাচতে উপকূলীয় চৌফলদন্ডী এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে সরে গেলেও আতংক কেটে যাওয়ার পরপরই লোকজন ফের বাড়িমুখী হয়েছে বলে জানান।
তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন চালু করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। আবার ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে আঘান্বিত হওয়া লোকজন স্ব স্ব ক্ষেত্রে পুনরায় সংস্কার করে দাড়ানোর চেষ্টা চালিয়ে যেতেও দেখা যাচ্ছে।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta