শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১৯ মে) :: পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দীর্ঘ বছর পর জুমা মসজিদ হিসেবে স্বীকৃতি ফেল ঈদগাঁওর বায়তুর রহমত জুমা মসজিদটি। ১৯ মে জুমাবার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে যাত্রা হয়েছে।
এই নিয়ে এলাকার মুসল্লি সমাজের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। এদিকে বায়তুর রহমত জুমা মসজিদে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফেজ কামাল উদ্দিন, আবদুর রহিম ফারুকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এম.শফিউল আলম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী মোহাম্মদ আলী, মতোয়াল্লী হাজী নুর আহমদ, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সভাপতি এম.আবুহেনা সাগর, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরফাত, সদস্য মফিজুর রহমান মফি, রফিক উদ্দিন লিটন, বায়তুর রহমত জামে বিপুল সংখ্যক নতুন মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লীগণ। পরে এলাকাবাসীর মাঝে মিষ্টিমুখ করা হয়।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta