মো.রেজাউল করিম,ঈদগাঁও(২৮ ডিসেম্বর) :: ঈদগাঁও থেকে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৪ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককালে তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৮শে ডিসেম্বর রাত ১টা ৪৫ মিনিটের দিকে আলমাছিয়া সড়কের প্রিন্স কমিউনিটি সেন্টার সংলগ্ন পরিত্যাক্ত একটি টিনের ঘর থেকে স্থানীয় পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে জালালাবাদ ছাতি পাড়ার (রাবার ড্যাম) সোনা মিয়া মিস্ত্রির পুত্র মো. আবদুল্লাহ (২৫), ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার জাফর আলমের পুত্র মো. ইব্রাহিম (২৬), মো. হাসান আলীর পুত্র সাইফুল ইসলাম (২৩) এবং নুর মোহাম্মদের পুত্র মো. ইয়াছিন (২১)।
আসামী চালানপত্রে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া উল্লেখ করেন যে, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটিকালে কালিরছড়ায় অবস্থানরত তদন্ত কেন্দ্র পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় যে, আলমাছিয়া রোডের প্রিন্স কমিউনিটি সেন্টার এলাকার পরিত্যাক্ত একটি টিনের ঘরে একদল সশস্ত্র যুবক বসতবাড়ী, যানবাহন ও পথচারীদের ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।
পরে তদন্ত কেন্দ্র টু-আইসি দেবাশীষ সরকার, এএসআই আহসান মোর্শেদসহ বর্ণিত এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ যুবকরা গুলিবর্ষণ করে।
এসময় পুলিশ দল ছত্রভঙ্গ যুবকদের আটক করতে সক্ষম হয়। অভিযানে পুলিশের সাথে থাকা মোস্তফা নামক এক সোর্স আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পরে পরিত্যাক্ত ঐ ঘর থেকে একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ (গুলি), একটি ছুরি, একটি লম্বা কিরিচ ও ২ টি বাট উদ্ধার করে।
এ সংক্রান্ত ঘটনায় ঐদিন রাতেই পুলিশ তদন্ত কেন্দ্রে ৭৪৫ নং সাধারণ ডায়েরী করা হয়। ৩৯৯/৪০২ দ. বি. মতে পরদিন বৃহষ্পতিবার তাদেরকে সদর কোর্ট পুলিশ পরিদর্শক মারফত চালান দেয়া হয়।
এসআই দেবাশীষ সরকার জানান, আটককৃতরা সক্রিয় ডাকাত দলের সদস্য। ডাকাতি প্রস্ততির ব্যাপারে তাদের বিরুদ্ধে নানা সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta