এম আবু হেনা সাগর,ঈদগাঁও(২৩ জুলাই) :: কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওতে টানা চার ধরে থেমে থেমে বৃষ্টিপাতে ফের বন্যার আতংকে ভুগছে ঈদগাঁওবাসী। গেল বন্যার রেশ কাটতে না কাটতে আবারো একই দশার আশংকায় রয়েছে এলাকাবাসী।
ভয়াবহ বিগত বন্যার বেশ কিছুদিন পার হলে ও এখনো বৃহত্তর ঈদগাঁও তথা সাত ইউনিয়নের গ্রামান্ঞলে বহু ক্ষত চিত্র রয়ে গেছে।তৎমধ্যে জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম সংলগ্ন ঈদগাঁও বাজার হয়ে ফরাজি পাড়ার প্রধান সড়কটির মেরামতের কাজ চলছে।
অন্যদিকে ঈদগাঁও হয়ে দরগাপাড়া, ভাদিতলা,শিয়াপড়া,হাসিনা পাহাড়,ভোমনিয়াঘোনা ও ঈদগড় যাতাযতের প্রধান গ্রামীন সড়ক সমূহ এলাকাবাসীর উদ্যেগে কাঠের সাঁকো নির্মাণ করছে বলে জানান এলাকার সচেতন যুবক নুরুল হাকিম।
আবার ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া হয়ে ষ্টেশন, কলেজ গেইট,বাজার ও পর্যটন শহর কক্সবাজার যাতায়াতের আরেক মাধ্যম নাসিখালের উপর পূর্বেকার নির্মিত কাঠের সাঁকোটি গেল বন্যার পানিতে তলিয়ে যায়।
ফলে বৃহত্তম মাইজপাড়ার শিক্ষার্থী সহ সাধারণ লোকজন চলাচলে নিধারুন কষ্ট পাচ্ছে।তাই এলাকাবাসী সাঁকোটি নির্মানের জোর দাবী ও জানিয়েছে।
এভাবে বৃহত্তর এলাকার পাড়াগাঁয়ের বহু রাস্তাঘাট সংস্কার বিহীন পড়ে রয়েছে। আবার অনেক অনেক এলাকায় গেল বন্যায় তলিয়ে যাওয়া রাস্তাঘাট এলাকাবাসী নিজ উদ্যেগে সংস্কার করেতে এগিয়ে এসেছে।
বিগত বন্যার কিছু সময় পার হাতে না হতে ফের টানা বৃষ্টিপাতে বৃহত্তর ঈদগাঁও বাসীর মাঝে আবারো সেই বন্যার অজানা আতংক বিরাজ করছে।
Posted ১:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta