দীপন বিশ্বাস :: ঈদগাঁওতে নির্বাচনী সহিংসতায় ছফুর আলম (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি উপজেলার পোকখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মালমুরা পাড়ায় নুর উদ্দিনের ছেলে ও পেশায় লবণ চাষী বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে ভোটগ্রহণ চলাকালে সহিংসতার এ ঘটনা ঘটে।
স্হানীয়রা জানান, ঈদগাঁওতে চলমান উপজেলা পরিষদ নির্বাচনের পক্ষ বিপক্ষ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে একই এলাকার জনৈক মোর্শেদ উত্তেজিত হয়ে ছফুর আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পেটের বামপাশে ছুরিবিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণ হলে স্হানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের আত্নীয়-স্বজনরা জানান,ঘাতক মোর্শেদ একই এলাকার মৌলভী আলমের ছেলে।
এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
স্হানীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, নিহতব্যক্তি মোটরসাইকেল প্রতীকের এজেন্ট ছিলেন। প্রার্থী শামসুল আলমের আত্মীয় তিনি। তবে টেলিফোন প্রতীকের সমর্থকদের দাবি, সফুর আলম তাদের কর্মী।
সকাল ৮টায় শুরুর পর কয়েক ঘণ্টা সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
পোকখালী, জালালাবাদ, ঈদগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেন প্রভাবশালী এক প্রার্থীর কর্মী-সমর্থকরা। এমন খবর পেয়ে মধ্যম পোকখালী কেন্দ্রে গিয়ে হামলার শিকার হন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলম।
পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের পক্ষে প্রভাব বিস্তার ও বহিরাগত লোকজন কেন্দ্রে অবস্থান নিয়ে নিজের এজেন্ট বের করে দেওয়ার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবর।
এসময় কয়েকশ কর্মী-সমর্থক তার সঙ্গে সড়কে অবস্থান নেন। ফলে ঘণ্টাখানেক সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে অবরোধকারীদের তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ ব্যাপারে কোন মামলা হয়নি বলেও জানান ওসি।
Posted ৯:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta