এম আবু হেনা সাগর,ঈদগাঁও(৮ জুন) :: তীব্র গরমের পর এবার ঈদগাঁওতে প্রশান্তির বৃষ্টিপাতে রোজাদারেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
জানা যায়, জেলা সদরের গুরুত্ববহ বৃহত্তর ঈদগাঁওতে ৮ জুন বিকেল থেকে ধবধবে সাদা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পরপরই বিজলীর মধ্যে দিয়ে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। এই নিয়ে রোজাদার সহ সর্বশ্রেণির পেশার মানুষ প্রচন্ড তাপদাহ থেকে একটু হলেও মুক্তি পেয়েছে।
এদিকে বৃষ্টিপাতে দক্ষিণ চট্টলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে জলকাদায় পরিণত হয়ে পড়ে। আবার অনেক স্থানে পানি জমে কদমার্ক্তের সৃষ্টি হয়। ঐ পঁচাপানি পেরিয়ে রোজাদার মুসল্লিরা তাদের প্রয়োজনীয় কাজকর্ম সারতেও দেখা যায়।
অপরদিকে চলতি রমজান মাসে প্রায় মধ্য ভাগের দিকে আসন্ন ঈদকে সামনে রেখে ঈদগাঁওর ডজনাধিক মার্কেটে ঈদ বাজারের ক্রেতা সাধারনেরা গ্রামাঞ্চল থেকে মার্কেট মুখী হতে অনেকটা অনিহা প্রকাশ করে। অন্যদিকে এ স্বস্তির বৃষ্টিপাতে ছোট বড় নানান ধরণের যানবাহন চলাচল করতে বিপাকে পড়ছে।
সবমিলিয়ে একদিকে রোজাদারেরা প্রচন্ড গরম থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও অন্যদিকে দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছে ঈদগাঁও বাজারে নানা কাজকর্মে ছুটে আসা বৃহত্তর ঈদগাঁওর তথা ছয় ইউনিয়নের পাড়া মহল্লার সাধারণ লোকজন।
Posted ১০:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta