মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(১৯ মে) :: কক্সবাজার ঈদগাহ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সেভেন এ সাইড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ঠান হাসপাতাল টাইব্রেকারে ৪-৩ গোলে সেভেন স্টার ইউনাইটেড বৃহত্তর ঈদগাঁওকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থার আয়োজনে ১৯ মে বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে জমজমাট দর্শক সমাগম ঘটে।
খেলা শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগ সভাপতি আবু তালেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোহাম্মদ আলী। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ করা হয়।
উভয় দল পরষ্পরের বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তোলে। দল দুটিতে জাতীয় দলের জিকুসহ চট্টগ্রামের নামকরা একাধিক খেলোয়াড় অংশ নেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মালুমঘাট দলের জিকু।
ঈদগাঁও দলের অধিনায়ক ছিল রাফু আর মালুমঘাটের অধিনায়ক ছিল বিকাশ। ম্যাচ অফিসিয়াল ছিলেন ছৈয়দ করিম। সহকারী ম্যাচ ম্যানেজার ছিলেন মিজানুর রহমান ও অন্য একজন। ম্যাচ ম্যানেজমেন্টে ছিল রফিক, মিজানুল হক, শহিদুল ইসলাম, আবু হেনা প্রমুখ।
ট্রফি বিতরণকালে গণ্যমান্যদের মধ্যে ছিলেন প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, সহকারী প্রধান শিক্ষক মোখতার আহমদ, জালালাবাদ আ.লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সম্পাদক ডা. মমতাজুল ইসলাম খান, শিক্ষক সুলতান আহমদ, ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খান, হারুনর রশিদ, প্রেস ক্লাব সভাপতি মো. রেজাউল করিম, এএসআই মহি উদ্দীন, আবু তৈয়ব চৌধুরী, মেম্বার দিদারুল ইসলাম, মোহাম্মদ ফেরদৌস, তৌহিদুল ইসলাম, জসিম উদ্দীন, নুরশাদ মাহমুদ, রাশেদ উদ্দীন রাসেল, মাও. রফিকুল ইসলাম, সরওয়ার আকবর, নাসির উদ্দীন, আবদুর রহমান, মোহাম্মদ হাশেম। ধারাভাষ্যে ছিল মিটুন আচার্য্য ও ইব্রাহিম খলিল সজিব।
এতে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও বিজিত দলকে রানার্সআপ ট্রফি বিতরণসহ সম্মাননা সনদ দেয়া হয়। বক্তারা দীর্ঘবছর পর অনুষ্ঠিতব্য এ টূর্ণামেন্ট ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Posted ১১:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta